সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল এসেছে দিল্লিতে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু তাঁদেরই একাংশ ‘ব্য়ক্তিগত’ বৈঠক করতে চান কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে। এমনটাই জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রবীণ চক্রবর্তী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, হাত শিবিরের তরফে আনুষ্ঠানিক ভাবে বিদেশ মন্ত্রককে অনুরোধ করা হয়েছে এই বৈঠকের জন্য অনুমতি চেয়ে।
তিনি জানিয়েছেন, ”মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধি দল দু’দিনের সফরে আমেরিকা থেকে এসেছে। তাদেরই কয়েকজন সদস্য রাহুল গান্ধীর সঙ্গে ব্যক্তিগত স্তরে বৈঠক করতে চান। আমাদের তরফে এই প্রস্তাবে সাড়া দিয়ে জানানো হয়েছে রাহুল ওয়ানড় থেকে ফিরলেই এমন এক বৈঠকের বন্দোবস্ত করা হবে।”
[আরও পড়ুন: ‘নারীদের হাত ধরেই দেশের উন্নতি হবে’, স্বাধীনতা দিবসে বার্তা মোদির, পতাকা উত্তোলন মমতার]
কিন্তু বিদেশ মন্ত্রক কি এমন বৈঠকের অনুমতি দেবে? এর উত্তরে ওই কংগ্রেস নেতার জবাব, ”এটা মার্কিন প্রতিনিধি দল ও বিদেশ মন্ত্রকের মধ্যের ব্যাপার। যদিও আমি মনে করি না এতে বিদেশ মন্ত্রকের উদ্বিগ্ন হওয়ার কিছু থাকতে পারে। গণতান্ত্রিক কাঠামোয় সফররত অতিথিরা বিরোধী দলের প্রধান এক নেতার সঙ্গে সাক্ষাৎ করতে চাইতেই পারেন।” এদিকে রাহুলের দপ্তরের তরফে জানানো হয়েছে, তারা এই সংক্রান্ত কোনও অনুরোধ কেন্দ্রকে করেনি। এই পরিস্থিতিতে কংগ্রেসের অনুরোধে সাড়া বিদেশ মন্ত্রক এই বৈঠকের অনুমতি দেয় কি না সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহলের একাংশ।
উল্লেখ্য, আমেরিকা সফরে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছিল। পাশাপাশি য়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে ২০২৪-এ কংগ্রেসের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে রাহুল দাবি করেছেন,”আমার মনে হয় পরবর্তী নির্বাচনে কংগ্রেস খুব ভাল ফল করবে। সবাইকে চমকে দেবে। শুধু অঙ্ক কষলেই বোঝা যাবে, সম্মিলিত বিরোধী শিবির এমনিই বিজেপিকে হারিয়ে দেবে।” এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে আসা মার্কিন প্রতিনিধি দলের একাংশের রাহুলের সঙ্গে ব্যক্তিগত স্তরে বৈঠক করতে চাওয়া নিয়ে গুঞ্জন ওয়াকিবহাল মহলে।