সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে আক্রান্ত ভারতীয় পড়ুয়া। জিম করার সময়ে তাঁর মাথায় আঘাত করা হয়। গুরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ভারতীয় পড়ুয়ার উপর হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন (USA) বিদেশ দপ্তর। ভারতীয় পড়ুয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি প্রকাশ করেছে আমেরিকা। তবে আহত পড়ুয়ার স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা খুবই কম বলে মত চিকিৎসকদের।
আক্রান্ত পড়ুয়ার নাম পি বরুণ রাজ। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেন ২৪ বছরের ওই ছাত্র। গত ২৯ অক্টোবর জিম করার সময়ে আচমকাই তাঁর মাথায় ছুরি দিয়ে আঘাত করে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয় ওই ভারতীয়কে। কিন্তু সেখানেও তাঁর উন্নতি হয়নি।
[আরও পড়ুন: দুর্ঘটনা থেকে শিক্ষা, আয়ের জন্য ‘শর্ট কাট’ পদ্ধতিতে ট্রেন বাড়াতে নারাজ পূর্ব রেলের জিএম]
ঘটনার পর পাঁচদিন পর এই ঘটনা নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে বলা হয়, “ভারতীয় পড়ুয়া বরুণ রাজের উপর হামলা নিয়ে আমেরিকা খুবই উদ্বিগ্ন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। এই ঘটনায় আপাতত স্থানীয় প্রশাসন তদন্ত চালাচ্ছে।” জানা গিয়েছে, হামলাকারীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে এই হামলা, তা এখনও জানতে পারেননি তদন্তকারীরা।
অন্যদিকে, লাইফ সাপোর্টে রাখা হয়েছে ভারতীয় তরুণকে। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না বলেই আশঙ্কা চিকিৎসকদের। তাঁর শরীরের বাঁদিক অসাড় হয়ে যেতে পারে। দৃষ্টিশক্তিও হারাতে পারেন ভারতীয় পড়ুয়া।