shono
Advertisement

Breaking News

মার্কিন সেনাই সর্বশক্তিমান, আফগানিস্তানে ‘মাদার অফ অল বম্বস’ফেলে হুঙ্কার ট্রাম্পের

উত্তর কোরিয়া ও রাশিয়াকে 'শিক্ষা' দিতেই কি মার্কিন সেনার এই অভিযান? The post মার্কিন সেনাই সর্বশক্তিমান, আফগানিস্তানে ‘মাদার অফ অল বম্বস’ ফেলে হুঙ্কার ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:55 AM Apr 14, 2017Updated: 06:50 PM Oct 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব আফগানিস্তানে ইসলামিক স্টেট জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে বৃহস্পতিবার ২১ হাজার ৬০০ পাউন্ডের (প্রায় ১০ হাজার কিলোগ্রাম) GBU-43 বোমা নিক্ষেপ করল আমেরিকা৷ এই বোমার আর এক নাম ‘মাদার অফ অল বম্বস’৷ বোমার আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা না গেলেও এত বড় বোমা এর আগে আমেরিকা কোনও দেশের বিরুদ্ধে নিক্ষেপ করেনি৷ আইএস জঙ্গিদের বিরুদ্ধে এই বোমা দাগার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সগর্বে জানিয়েছেন, ওই মিশন অত্যন্ত সফল হয়েছে৷ তবে এই বোমা হামলার দায় নিজের কাঁধে নিতে চাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ ট্রাম্প বলেছেন, “সবাই জানে আফগানিস্তানে কী ঘটছে৷ আমি আমার সেনাবাহিনীকে সম্পূর্ণ ক্ষমতা দিয়েছি এবং সেই অনুযায়ী তারা কাজ করছে৷”

Advertisement

আফগানিস্তানের নানগারহর প্রদেশের আচিন জেলায় বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে ৭টা বেজে ৩২ মিনিটে এই ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার৷ বোমাটি পরমাণু বোমার পরই বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা৷ বিশ্বের সবচেয়ে বিধ্বংসী এবং মারণক্ষমতাসম্পন্ন এই ভয়াবহ বোমাকে সামরিক পরিভাষায় বলে ‘ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট’৷ মার্কিন বায়ুসেনা ও মার্কিন সামরিক সদর দফর পেন্টাগনের কর্তারা এই বোমাকে আদর করে ডাকেন ‘মাদার অফ অল বম্বস’ (সব বোমার মা)৷ এটি জিপিএস নিয়ন্ত্রিত৷ সূত্রের খবর, বোমা হামলার পরই রাতের অন্ধকার আকাশ ভেদ করে বিশালাকায় আগুনের গোলা উপরের দিকে উঠে যায়৷ সর্বগ্রাসী আগুনের বলয় ছিল অন্তত চারশো মিটার জুড়ে৷ আশপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকার মাটি কেঁপে ওঠে৷ ভূমিকম্পের ভয়ে আতঙ্কে ছোটছুটি শুরু করেন স্থানীয় গ্রামের অজস্ত্র বাসিন্দা৷ কিন্তু বেশ কয়েক মিনিট পরেই বাসিন্দাদের ভুল ভাঙে৷ পরে জানা যায়, কোথাও একটা শক্তিশালী বিস্ফোরণ হয়েছে৷ বাতাসে তখন শুধুই পোড়া বারুদের অসহ্য দুর্গন্ধ৷ হোয়াইট হাউস ও পেন্টাগন পৃথক বিবৃতিতে জানিয়েছে, ইসলামিক স্টেটের বিরুদ্ধে ‘অল আউট অ্যাটাক’-এর অঙ্গ হিসাবেই এই হামলা চালানো হয়েছে৷

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও গোয়েন্দা উপগ্রহ মারফত নির্দিষ্ট খবর ছিল, আচিন প্রদেশের নির্জন ও দুর্গম পাহাড়ি এলাকায় একাধিক সুড়ঙ্গ ও গুহায় নিরাপদ ডেরা বানিয়েছে আইএস জঙ্গিরা৷ সেখানে তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলা-বারুদের বিশাল ভাণ্ডার গড়ে তুলেছে৷ এর মধ্যে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অ্যাসল্ট রাইফেল, মাঝারি ও ছোট ক্ষেপণাস্ত্র৷ পাহাড়প্রমাণ এই অস্ত্রভাণ্ডার দিয়ে আফগানিস্তানের একটা বড় অংশ দখলের ছক ছিল ইসলামিক স্টেটের৷ এই ভাণ্ডার ধবংস করতেই ‘প্রায় পরমাণু বোমার সমান ক্ষমতাশালী’ এই বোমা নিয়ে হামলা চালিয়েছে মার্কিন বায়ুসেনা৷ হামলার জেরে হতাহতের এখনও কোনও খবর মেলেনি৷ বিস্ফোরণের পর প্রবল চাপে ও তাপে কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকা গুঁড়িয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ যেখানে বোমাটি নিক্ষেপ করা হয়েছে সেই জায়গাটি বেশ কয়েক ফুট গভীর গর্তও হয়ে গিয়েছে৷ এতদিন এটির পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে আমেরিকা৷ এই প্রথম যুদ্ধে বা সামরিক অভিযানে এই বোমার ব্যবহার করল তারা৷ ওয়ার্ল্ড ট্রেড সেণ্টার ধবংস হওয়ার পর শুরু হওয়া সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে এই প্রথম এরকম ভয়াবহ অস্ত্র ব্যবহার করল পেন্টাগন৷ এই বোমা একটি মাঝারি আয়তনের শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারে চোখের পলকে৷

(২০০৩-এ এই বোমা পরীক্ষা করা হয়েছিল৷ দেখুন সেই ভিডিও)

The US military has dropped its largest non-nuclear bomb in Afghanistan. DOD Video shows a 2003 test of the weapon. https://t.co/M3JRihKogt pic.twitter.com/LL4sT5rPTa

— CNN (@CNN) April 13, 2017

উল্লেখ্য, বুধবারই ক্ষমতায় আসার একশো দিন পূর্ণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কয়েকদিন আগেই তিনি সিরিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদাকে শিক্ষা দিতে ৫৯টি টোমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছিলেন সিরিয়ায়৷ ভূমধ্যসাগরে মোতায়েন মার্কিন রণতরী ইউএসএস পোর্টার থেকে ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়েছিল৷ তা গুঁড়িয়ে দেয় সিরিয়ার শায়রত বিমানঘাঁটি ও রাসায়নিক অস্ত্রের ভাণ্ডার৷ এরকম আরও হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প৷ আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞদের মতে, ইসলামিক স্টেটকে শিক্ষা দিতে ‘এক বোমায় অনেক বার্তা’ দিলেন ট্রাম্প৷ তাঁর পয়লা নম্বর দুশমন উত্তর কোরিয়ার কমিউনিস্ট শাসক কিম জং উন প্রতিদিনই আমেরিকায় পরমাণু হামলার হুমকি দিচ্ছেন৷ আরেক শত্রু সিরিয়ার প্রেসিডেন্ট আসাদও ট্রাম্পকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছেন৷ এই অবস্থায় আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী রুশ প্রেসিডেন্ট পুতিনও সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে আগাগোড়া সমর্থন দিয়ে ট্রাম্পকে চাপে রাখতে চাইছেন৷ সব চাপ উড়িয়ে দিয়ে চরম জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ আইএসকে টার্গেট করে বোমা ফেলে সব দুশমনদের জানিয়ে দিলেন, দরকার পড়লে তিনি যে কোনও বেপরোয়া পদক্ষেপ করতে পিছপা হবেন না৷

The post মার্কিন সেনাই সর্বশক্তিমান, আফগানিস্তানে ‘মাদার অফ অল বম্বস’ ফেলে হুঙ্কার ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement