সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বে আবারও দাপাচ্ছে করোনা ভাইরাস। ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষের প্রাণ কেড়েছে কোভিড-১৯ (COVID-19)। টিকাদান প্রক্রিয়া শুরু হলেও থামছে না এই মারণরোগের মৃত্যুমিছিল। এহেন পরিস্থিতিতে করোনার উৎস সন্ধানে তৎপর হয়েছে আমেরিকা। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি কার্যত হাল ছেড়ে দিয়েছে। তাদের ধারণা, হয়তো করোনা ভাইরাসের উৎস খুঁজে পাওয়া সম্ভব হবে না।
[আরও পড়ুন: সুদূর রোমেও উঠল ‘মোদি মোদি’ হর্ষধ্বনি, গান্ধীমূর্তিতে মাল্যদানের সময় জনতার মাঝে প্রধানমন্ত্রী]
শুক্রবার করোনা ভাইরাসের (SARS-COV-2) উৎস এবং কীভাবে সেটি প্রথম মানুষের শরীরে প্রবেশ করে তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে ‘US Director of National Intelligence’। সেখানে বলা হয়েছে, কোনও গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবার, সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে জন্তু জানোয়ারের শরীর থেকে মানুষের দেহে করোনা সংক্রমণ ঘটেছে বলেও অনেকে মনে করছেন। তবে নিশ্চিতভাবে কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেননি গবেষকদের কেউই। তাৎপর্যপূর্ণ ভাবে, রিপোর্টে জৈবিক অস্ত্র হিসেবে করোনা ভাইরাস তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনার উৎস সন্ধানে তুঙ্গে পৌঁছেছে আমেরিকা ও চিনের তরজা। কয়েকদিন আগে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চিনের বিরুদ্ধে তোপ দাগেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করা এই মহামারীর জন্য চিনকে দায় নিতে হবে। এবং এর জন্য আমেরিকাকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সেবার মার্কিন বিদেশ সচিব স্পষ্ট বলেছিলেন, “এই ঘটনার গোড়ায় যেতে হবে আমাদের। যাতে এমন আর কোনও মহামারী ভবিষ্যতে না হয় সেই চেষ্টা করতে হবে। ভাইরাসটির উৎস সন্ধানে চিন প্রত্যাশামতো সহযোগিতা করছে না। তারা প্রয়োজনীয় তথ্য দিচ্ছে না। ফলে তদন্তে স্বচ্ছতা আসছে না।” শুধু তাই নয়, আন্তর্জাতিক তদন্তকারীদের সমস্ত জায়গা পরিদর্শনের অনুমতি দেওয়ার জন্যও চিনের কাছে আবেদন জানান তিনি। কিন্তু এহেন সময়ে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি কার্যত হাল ছেড়ে দেওয়ায় চিনের বিরুদ্ধে আমেরিকার অবস্থান অনেকটাই দুর্বল হয়েছে বলে মনে করা হচ্ছে।