shono
Advertisement

Breaking News

আফগান সীমান্তে বাড়ছে জেহাদি গতিবিধি, পাকিস্তানের সঙ্গে আলোচনা আমেরিকার

তালিবানের উত্থান নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব।
Posted: 03:31 PM Apr 20, 2021Updated: 03:31 PM Apr 20, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তান (Afghanistan) থেকে চলতি বছরই সেনা প্রত্যাহার প্রক্রিয়া শেষ করতে চলেছে আমেরিকা। ফলে তালিবানের উত্থান নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব। এহেন পরিস্থিতিতে আফগান সীমান্তে জেহাদি কার্যকলাপ থামাতে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসেছে আমেরিকা।

Advertisement

[আরও পড়ুন: নিষিদ্ধ ইসলামপন্থী সংগঠনের বিক্ষোভ সামলাতে ব্যর্থ পাকিস্তান! বিরোধীদের চাপে কোণঠাসা ইমরান]

এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেন, “আফগান সীমান্তে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের সঙ্গে আমার আলোচনা করছি। আমার মনে হয় এটা তাদের (পাকিস্তান) মনে করিয়ে দেওয়া উচিত যে নিজেদের দেশে সন্ত্রাসবাদি কার্যকলাপে তারাও সমস্যায় পড়ছে।” সেনা প্রত্যাহার নিয়ে এক প্রশ্নের উত্তরে কিরবি সাফ জানান যে সেপ্টেম্বরের ২২ তারিখে মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন ফৌজ সরানো নিয়ে বদ্ধপরিকর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সন্ত্রাসবাদীদের সতর্ক করে তিনি বলেন, “আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলেও সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে আমরা পরিকাঠামো বা ক্ষমতা ধরে রাখব। সে দেশ থেকে যাতে আমেরিকার জন্য কোনও বিপদ তৈরি না হয় সেই বিষয়ে নজর রাখা হবে। আমরা আফগানিস্তানের সকল পড়শি দেশের কাছে আহ্বান জানাচ্ছি তারা যেন কাবুলের সার্বভৌমত্বকে সম্মান জানায়।”

উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলি কার্যত সন্ত্রাসবাদীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। লস্কর-ই-তইবা, আল কায়দা ও ইসলামি স্টেটের জঙ্গিরা সেখান থেকে সন্ত্রাসের সাম্রাজ্য চালাচ্ছে। আর তাদের মদত দিচ্ছে পাকিস্তান। পাক সেনা ও আইএসআইয়ের ছত্রছায়ায় সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ চলছে। অস্ত্রের জোগানও দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার মার্কিন সেনেটর জ্যাক রিড সাফ জানান যে, আফগানিস্তানে  তালিবানকে মদত দিচ্ছে পাকিস্তান। তিনি দাবি করেন, নিজের কাজ হাসিল করার জন্য তালিবান ও আমেরিকা উভয় পক্ষের সঙ্গেই তাল মিলিয়ে কাজ করছে পাকিস্তান (Pakistan)।ফলে আফগানিস্তানে শান্তি ফেরাতে পাকিস্তানকে চাপে রাখা জরুরি তা বুঝতে পারছে আমেরিকা। আর সেই কথা মাথায় রেখেই বৈঠক চলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

[আরও পড়ুন: আসিয়ান বৈঠকে উপস্থিত থাকছেন মায়ানমারের সেনাশাসক মিন আউং হ্লাইং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement