সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূরত্ব নাকি প্রেম বাড়ায়। সাফল্যও তাই। বহু বিতর্ক, প্রাণঘাতী হামলা এড়িয়ে ফের যুদ্ধজয়। আমেরিকার মসনদে বসছেন প্রাক্তন প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। বুধবার বেলার দিকে হোয়াইট হাউসের লড়াইয়ে ম্যাজিক ফিগার ছুঁতে চলেছেন, সেই ইঙ্গিত পেতেই ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ থেকে কার্যত বিজয় ভাষণ শুরু করেন তিনি। আমেরিকায় স্বর্ণযুগের সূচনা হল বলে মন্তব্য করে একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখলেন। আর ভাষণের মাঝেই আটাত্তর বছর বয়সি ভাবী প্রেসিডেন্ট হয়ে উঠলেন 'প্রেমিক'। পাশে দাঁড়ানো স্ত্রী মেলানিয়াকে কাছে টেনে নিয়ে গালে চুম্বন করলেন ট্রাম্প!
৫৩৮ আসনের ইলেক্টোরাল কলেজের মধ্যে ম্যাজিক সংখ্যা ২৭০ পেরতে পারলেই আমেরিকার প্রেসিডেন্ট পদের রাস্তা মসৃণ হয়। ২০২৪-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে (US Presidential Election 2024) ইতিমধ্যেই ২৬৭ ছুঁয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald T। আর তার পরই ফ্লোরিডায় দলের সদস্য, সমর্থকদের জমায়েতে ভাষণ দিলেন তিনি। পাশে দাঁড়িয়ে ধূসর ডিজাইনার টু পিসে স্ত্রী মেলানিয়া। বক্তব্যের মাঝে স্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। স্ত্রীর লেখা বইয়ের প্রশংসা করে তাঁকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু খান। তাঁর লড়াইয়ে সহধর্মিণীর ভূমিকার কথা উল্লেখ করেন। ভাবী ফার্স্ট লেডির মুখেও তখন লাজুক হাসি।
আগেও সহধর্মিণীর প্রতি প্রেম প্রকাশ করতে দেখা গিয়েছিল ট্রাম্পকে। ফাইল ছবি।
কিন্তু এমন মধুর মিলন দৃশ্য মাস কয়েক আগেও ছিল না। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে যৌন সম্পর্কের পর ঘুষ দিতে তাঁকে বিষয়টি গোপন করতে চাপ দেওয়ার অভিযোগে গত মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয় নিউ ইয়র্কের আদালত। সেসময় স্বামীর পাশে মোটেই ছিলেন না মেলানিয়া। এমনকী একসঙ্গে থাকছিলেনও না। ছেলে ব্যারনের সঙ্গে পাম বিচের বাসভবনে থাকছিলেন। মন দিয়েছিলেন পড়াশোনায়। বইও লিখে ফেলেছিলেন আমেরিকার ভাবী ফার্স্ট লেডি। এদিনের বিজয় ভাষণে 'টপ সেলার' সেই বইয়ের প্রশংসা করতে গিয়েই আদরভরা চুমু এঁকে দিলেন স্ত্রীর গালে।
এই দৃশ্য দেখে নানা জনের নানা মন্তব্য। কেউ বলছেন, ভোটে জিতে 'তরুণী ভার্যা'র প্রতি প্রেম বাড়ল 'বৃদ্ধ' ট্রাম্পের। আবার অনেকের মন্তব্য, যৌন কেলেঙ্কারির মামলায় জড়ানো স্বামীর থেকে যে দূরত্ব বাড়িয়েছিলেন মেলানিয়া, বিশ্বের সর্বশক্তিমান দেশের কুর্সিতে ফেরার সাফল্যে সেই দূরত্ব ঘুচে গেল।