shono
Advertisement

Breaking News

Kamala Harris

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: শেষ প্রহরের সমীক্ষায় এগিয়ে কমলা হ্যারিস

যদিও শেষ মুহূর্তে পালটে যেতে পারে সব হিসেব।
Published By: Biswadip DeyPosted: 10:10 AM Nov 03, 2024Updated: 10:10 AM Nov 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট ঘরের দরজায় কড়া নাড়ছে। শেষ মুহূর্তে দুই প্রার্থীর ব‌্যস্ততা কে কত বেশি সমর্থন ভোটবাক্সে টানতে পারেন। যদিও নির্বাচনে আগাম ভোটপর্বের মাঝে সুখবর পেলেন ডোমাক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সর্বশেষ জনমত সমীক্ষা বলছে, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছেন কমলা। তার পরেও পুরুষ সমর্থকদের ভোট টানাই বিশেষ লক্ষ‌্য তাঁর।

Advertisement

৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হলেও রবিবার থেকেই আমেরিকায় শুরু হয়েছে আগাম ভোটপর্ব। শুক্রবার পর্যন্ত সে দেশের প্রায় ছ’কোটি ভোটদাতা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমেরিকায় ভোটদাতা নাগরিকের সংখ্যা ২৩ কোটির বেশি। এ বারের নির্বাচনে রেজিস্টার্ড ভোটারের সংখ্যা প্রায় ১৬ কোটি। ২০২০ সালে শেষ নির্বাচনে মোট ভোট পড়ার হার ছিল ৬৬ শতাংশ, যা গত একশো বছরের মধ্যে সর্বোচ্চ। তবে সে বার আগাম ভোট পড়েছিল প্রায় ১০ কোটি। এবার তার থেকে বেশিই ভোট পড়তে চলেছে বলে অনুমান। মোট ভোটের সংখ‌্যা বেশি হলে সমর্থনের পাল্লাও কমলার দিকেই বেশি পড়বে বলে বিশেষজ্ঞদের অনুমান।

যদিও রিপাবলিকান প্রার্থী, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগামীদের দাবি, আগাম ভোটে এই উৎসাহে সুবিধা পাবেন তাঁরাই। আগাম ভোট চলাকালীনই কয়েকটি জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, তাঁকে পিছনে ফেলে দিয়েছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা। আগাম ভোট নিয়ে প্রথমসারির সংবাদসংস্থাগুলির জনমত সমীক্ষা থেকেই দেখা যাচ্ছে ট্রাম্পের চেয়ে ১৯ বা তার বেশি পয়েন্টে এগিয়ে ডেমোক্র‌্যাট কমলা। যদিও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পই বাজিমাত করেছিলেন।

আসলে আমেরিকার ৫০টি প্রদেশের প্রতিটিতেই নিজস্ব ভোটিং পদ্ধতি রয়েছে। পোস্টের মাধ্যমে ব্যালট সংগ্রহ এবং পোলিং স্টেশনে সশরীরে গিয়ে আগাম নির্বাচনের দিন ভোটদানের ব্যবস্থা রয়েছে বিভিন্ন প্রদেশে। কোনও কোনও প্রদেশে এক সঙ্গে তিনটি পদ্ধতিই প্রচলিত। এ বারের ভোটে ‘নির্ণায়ক’ সাতটি প্রদেশের মধ্যে ছ’টিতে কমলা এগিয়ে রয়েছেন বলেও আগাম ভোটপর্বের সমীক্ষায় দাবি করা হয়েছে। তবে মোট ভোটে এগিয়ে থাকলেও স্টেটের আসন সংখ‌্যার হিসাবে যে স্টেটে যে প্রার্থী এগিয়ে থাকবেন, সেই স্টেটের সবকটি ভোটই যাবে এগিয়ে থাকা প্রার্থীর ঝুলিতে। তাই আমাদের দেশের মতো সহজ অঙ্কের হিসাবে বিষয়টি বোঝা যাবে। শেষ মুহূর্তে পালটে যেতে পারে সব হিসেব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নির্বাচনে আগাম ভোটপর্বের মাঝে সুখবর পেলেন ডোমাক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।
  • সর্বশেষ জনমত সমীক্ষা বলছে, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছেন কমলা।
  • তার পরেও পুরুষ সমর্থকদের ভোট টানাই বিশেষ লক্ষ‌্য তাঁর।
Advertisement