সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে কারচুপির অভিযোগে রাশিয়াকে নজিরবিহীন ‘শাস্তি’ দিল আমেরিকা৷ অন্তত ৩৫ জন রুশ কূটনীতিবিদকে আমেরিকার মাটি থেকে বহিষ্কার করা হল৷ পেন্টাগনের অভিযোগ, বহিষ্কৃত রুশ নাগরিকরা বাস্তবে আমেরিকায় গুপ্তচরবৃত্তি করতেন৷ তবে এখানেই শেষ নয়, এর পরেও রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে আমেরিকা৷ বন্ধ করে দেওয়া হয়েছে মার্কিন মুলুকে কয়েকটি গুরুত্বপূর্ণ রুশ দফতরও৷
(ট্রাম্প ও সিআইএর মধ্যে নজিরবিহীন সংঘাত আমেরিকায়)
পেন্টাগনের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে মস্কো, দিয়েছে পাল্টা হুঁশিয়ারিও৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “আমেরিকার এই হঠকারী সিদ্ধান্ত রুশ-আমেরিকা মৈত্রী চুক্তিতে বড়সড় প্রভাব ফেলতে পারে৷” তবে রাশিয়ার আশা, নতুন বছরেই ওবামার উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে আসীন হলে রুশ-মার্কিন তিক্ততা খানিকটা কমবে৷ এই ট্রাম্পকেই অবৈধ উপায়ে জিতিয়েছে মস্কোর হ্যাকাররা, অভিযোগ মার্কিন গোয়েন্দাদের৷ এডওয়ার্ড স্নোডেন, ইউক্রেন ইস্যুতে ওবামা প্রশাসনের সঙ্গে পুতিনের দ্বন্দ্ব সুবিদিত৷ রুশ বিদেশমন্ত্রী মারিয়া জাকরোভা ফেসবুকে ওবামা ও তাঁর ঘনিষ্ঠদের ‘পরাজিত’ বলে মন্তব্যও করেছেন৷
(রাশিয়াকে শাস্তি দিতে এবার ময়দানে নামছেন মার্কিন গুপ্তচররা)
The post রাশিয়াকে নজিরবিহীন ‘শাস্তি’ দিল আমেরিকা, পাল্টা হুমকি মস্কোর appeared first on Sangbad Pratidin.