shono
Advertisement

Breaking News

রাশিয়াকে নজিরবিহীন ‘শাস্তি’দিল আমেরিকা, পাল্টা হুমকি মস্কোর

কী শাস্তি হল রাশিয়ার? The post রাশিয়াকে নজিরবিহীন ‘শাস্তি’ দিল আমেরিকা, পাল্টা হুমকি মস্কোর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:37 PM Dec 30, 2016Updated: 09:10 AM Dec 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে কারচুপির অভিযোগে রাশিয়াকে নজিরবিহীন ‘শাস্তি’ দিল আমেরিকা৷ অন্তত ৩৫ জন রুশ কূটনীতিবিদকে আমেরিকার মাটি থেকে বহিষ্কার করা হল৷ পেন্টাগনের অভিযোগ, বহিষ্কৃত রুশ নাগরিকরা বাস্তবে আমেরিকায় গুপ্তচরবৃত্তি করতেন৷ তবে এখানেই শেষ নয়, এর পরেও রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে আমেরিকা৷ বন্ধ করে দেওয়া হয়েছে মার্কিন মুলুকে কয়েকটি গুরুত্বপূর্ণ রুশ দফতরও৷

Advertisement

(ট্রাম্প ও সিআইএর মধ্যে নজিরবিহীন সংঘাত আমেরিকায়)

পেন্টাগনের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে মস্কো, দিয়েছে পাল্টা হুঁশিয়ারিও৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “আমেরিকার এই হঠকারী সিদ্ধান্ত রুশ-আমেরিকা মৈত্রী চুক্তিতে বড়সড় প্রভাব ফেলতে পারে৷” তবে রাশিয়ার আশা, নতুন বছরেই ওবামার উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে আসীন হলে রুশ-মার্কিন তিক্ততা খানিকটা কমবে৷ এই ট্রাম্পকেই অবৈধ উপায়ে জিতিয়েছে মস্কোর হ্যাকাররা, অভিযোগ মার্কিন গোয়েন্দাদের৷ এডওয়ার্ড স্নোডেন, ইউক্রেন ইস্যুতে ওবামা প্রশাসনের সঙ্গে পুতিনের দ্বন্দ্ব সুবিদিত৷ রুশ বিদেশমন্ত্রী মারিয়া জাকরোভা ফেসবুকে ওবামা ও তাঁর ঘনিষ্ঠদের ‘পরাজিত’ বলে মন্তব্যও করেছেন৷

(রাশিয়াকে শাস্তি দিতে এবার ময়দানে নামছেন মার্কিন গুপ্তচররা)

The post রাশিয়াকে নজিরবিহীন ‘শাস্তি’ দিল আমেরিকা, পাল্টা হুমকি মস্কোর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement