shono
Advertisement

কিমের বন্দিশালা থেকে মুক্তি, অবশেষে দেশে ফিরলেন মার্কিন ফৌজের জওয়ান

কিংকে নিয়ে চাপানউতোর পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে।
Posted: 04:22 PM Sep 28, 2023Updated: 04:52 PM Sep 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর কোরিয়ার বন্দিশালা থেকে মুক্তি পেলেন মার্কিন ফৌজের জওয়ান ট্র্যাভিস কিং। বৃহস্পতিবার বিশেষ সামরিক বিমানে টেক্সাসে নিয়ে আসা হয় কিংকে। দুমাস ধরে কিমের দেশে বন্দি থাকার পর অবশেষে নিজের দেশে পৌঁছলেন তিনি। 

Advertisement

গত জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় (North Korea) ঢুকে পড়েন মার্কিন সেনাবাহিনীর সদস্য ট্র্যাভিস কিং (Travis King)। তার পর বছর তেইশের ওই মার্কিন সেনাকে হেফাজতে নিয়ে নেয় উত্তর কোরিয়ার সেনা। জেরায় কিং জানান, মার্কিন ফৌজে চরমে পৌঁছেছে কৃষ্ণাঙ্গ বিদ্বেষ। সেনায় বৈষম্য ও অমানবিক আচরণ সহ্য করতে না পেরেই তিনি পালিয়ে এসেছেন। কিংকে নিয়ে তুমুল চাপানউতোর শুরু হয় পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে।  

[আরও পড়ুন: রাশিয়ার মারের পালটা! ৩৪টি রুশ ড্রোন ধ্বংস ইউক্রেনের]

সিএনএন সূত্রে খবর, এদিন মার্কিন সেনার যৌথ ঘাঁটি আন্তোনিও-ফোর্ট স্যাম হিউস্টনে পৌঁছন কিং। সেখানে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে সেনা হাসপাতালে পাঠানো হয়। এবিষয়ে মার্কিন প্রশাসন জানিয়েছে, কিংকে কয়েকটি পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তার পর তাঁকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে কিমের প্রশাসন সুর নরম করে কেন আমেরিকার হাতে কিংকে তুলে দিল সেই বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মার্কিন ফৌজের নির্দেশ মোতাবেক দক্ষিণ কোরিয়ায় মোতায়েন ছিলেন ট্র্যাভিস কিং। তবে সে দেশে মারামারির একটি ঘটনায় তাঁকে দুমাস জেলে থাকতে হয়। ফলে আমেরিকায় ফিরলে কিংকে অনুশাসন ভঙ্গের মামলার মুখোমুখি হতে হত। কিন্তু তাঁর আগেই সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় চলে যান কৃষ্ণাঙ্গ ওই সেনা। এর পর জল অনেক দূর গড়িয়ে যায়। এবার যখন কিং আমেরিকায় ফিরে এসেছেন মার্কিন প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে কি না সেটাই দেখার। 

আরও পড়ুন: সাগরে যুদ্ধের ডঙ্কা! চিনকে রুখতে দেশেই সাবমেরিন তৈরি তাইওয়ানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement