shono
Advertisement

Breaking News

সিরিয়ায় ফসফরাস বোমা ফেলেছে আমেরিকা, অভিযোগে সরব রাশিয়া

তুঙ্গে টানাপোড়েন৷ The post সিরিয়ায় ফসফরাস বোমা ফেলেছে আমেরিকা, অভিযোগে সরব রাশিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 05:40 PM Sep 10, 2018Updated: 02:05 PM Sep 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ নিশানায় আমেরিকা৷ ওয়াশিংটনের বিরুদ্ধে সিরিয়ার উপর ফসফরাস বোমা বিস্ফোরণের অভিযোগ করল মস্কো৷ অভিযোগে বলা হয়েছে, সিরিয়ার দের-আল-জোর প্রদেশের হাজিন শহরে এই বোমা বিস্ফোরণ করে মার্কিন সেনা৷ শনিবার গভীর রাতে মার্কিন বোমারু বিমান এফ-১৫ থেকে নিক্ষেপ করা হয় এই বোমা৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও, চাপানউতোর তৈরি হয়েছে আমেরিকা ও রাশিয়ার মধ্যে৷ যদিও রাশিয়ার করা অভিযোগ অস্বীকার করেছে আমেরিকা৷

Advertisement

[ফিরল দুঃস্বপ্নের রাত! আততায়ীর হানায় রক্তাক্ত প্যারিস]

জানা গিয়েছে, এই হাজিন শহর হল আইএস জঙ্গি সংগঠনের শক্ত ঘাঁটি৷ সেখানে অনেকদিন ধরেই ওঁত পেতে রয়েছে জঙ্গি সংগঠনের সদস্যরা৷ রাশিয়ার করা অভিযোগ সম্পর্কে মুখ খুলেছে পেন্টাগন৷ কমান্ডর শেন রবার্টসন জানান, এমন কোনও তথ্য তাঁদের কাছে নেই৷ সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনার কাছে হোয়াইট ফসফরাস বোমার মতো কোনও রাসায়নিক উপাদান নেই বলেও জানান তিনি৷ যদিও এর আগে একাধিকবার আমেরিকার বিরুদ্ধে এই অভিযোগ করেছে সিরিয়ায় কাজ করে চলা বহু মানবাধিকার সংগঠন৷ তাঁদেরও অভিযোগ, জঙ্গি সংগঠনকে খতমের জন্য সিরিয়ায় হোয়াইট ফসফরাস বোমার ব্যবহার করছে মার্কিন বায়ু সেনা৷

[কোথায় সেই সামরিক আস্ফালন? ম্যাড়মেড়ে কিমের দেশের কুচকাওয়াজ]

পূর্ব সিরিয়ার অনেকাংশে এখনও দখল করে রেখেছে আইএস জঙ্গিরা৷ সম্প্রতি সেই এলাকাগুলিতে ও ইদলিবে হামলার প্রস্তুতি নেয় রাশিয়া, ইরান, সিরিয়া-সহ সহযোগী দেশের সেনাবাহিনী৷ তবে এই ঘটনার বিরোধিতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই ঘটনাকে অমানবিক বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি৷ অন্যান্য দেশের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাসায়নিক হামলার ফল ভাল হবে না৷ তবে ট্রাম্পের সেই হুঁশিয়ারিকে কার্যত তোয়াক্কা না করেই ইদলিবে হামলা করে রুশ যুদ্ধ বিমান৷ যা সিরিয়া ইস্যুতে রুশ-মার্কিন টানাপোড়েনে নয়া মাত্রা যোগ করেছে বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল৷

The post সিরিয়ায় ফসফরাস বোমা ফেলেছে আমেরিকা, অভিযোগে সরব রাশিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement