shono
Advertisement

Breaking News

Sonakshi Sinha Zaheer Iqbal

বিয়ের পর প্রথম 'গুড়ি পড়বা' ও 'ইদ', জোড়া উৎসবে মেতে সম্প্রীতি বজায় রাখলেন জাহির-সোনাক্ষী

বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম ইদ কেমন কাটছে? জানালেন শত্রুঘ্নকন্যা।
Published By: Sandipta BhanjaPosted: 05:52 PM Mar 31, 2025Updated: 05:52 PM Mar 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "আমরা বরাবর একে-অপরের ধর্ম এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল", সেকথা আগেই জানিয়েছিলেন সোনাক্ষী সিনহা। বিয়ের পর প্রথম 'গুড়ি পড়বা' এবং 'ইদ'-এও তার অন্যথা হল না। জোড়া উৎসবে মেতে সম্প্রীতি বজায় রাখলেন বলিউডের তারকাদম্পতি। বিয়ের পর প্রথমবার 'গুড়ি পড়বা' উৎসবে বাপের বাড়ি থেকে দূরে সোনাক্ষী সিনহা। তাতে কী? স্বামীকে নিয়েই জোড়া উৎসবে মাতলেন 'দাবাং' গার্ল।

Advertisement

রবিবার রাতে সেজেগুজে এক বন্ধুর বাড়ির পার্টিতে গিয়েছিলেন জাহির-সোনাক্ষী। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়িয়ে 'গুড়ি পড়বা' এবং 'ইদ'-এর জোড়া শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। জাহিরের পরনে সাদা শার্ট, কালো প্যান্ট। অন্যদিকে সোনাক্ষী সেজেছিলেন জমকালো কুর্তিতে। জানা গেল, নায়িকার শ্বশুরবাড়িতে নাকি ইদের জমজমাট আয়োজন। সেখানে কতটা আদুরে নতুন বউমা? এপ্রসঙ্গে সম্প্রতি সোনাক্ষী জানিয়েছেন, "নিজের বাড়িতে স্বাভাবিকভাবেই আমি খুব আদরে থাকতাম। তবে শ্বশুরবাড়ির সদস্যরা আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসেন। শ্বশুর-শাশুড়ি এত ভালো, সেই কারণেই নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হয়।"

২০২৪ সালের ২৩ জুন, দুই পরিবারকে সাক্ষী রেখে আইনি মতে বিয়ে করেছেন। সোনাক্ষী-জাহিরের (Sonakshi, Zaheer) ভিনধর্মী বিয়ে নিয়ে পরবর্তী মাস কয়েকজুড়ে কম চর্চা হয়নি। হিন্দু পরিবারের মেয়ে হয়ে মুসলিম পরিবারে বিয়ে করায় নেটপাড়ার রোষানলে পড়তে হয়েছিল সোনাক্ষী সিনহাকে (Sonakshi Sinha)। এককথায় বিয়ের পর একাধিকবার শুধুমাত্র 'ধর্মের কারণে'ই বিতর্কের শিরোনামে বিরাজ করেছে শত্রুঘ্নকন্যা। শোনা যায়, এই ভিনধর্মী বিয়ের জন্যই নাকি অভিনেত্রীর দুই ভাই লব-কুশ তাঁদের অনুষ্ঠানে অংশ নেননি! তবে নিন্দুক, নেটপাড়ার নীতিপুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে 'মিঞা-বিবি' দিব্যি সুখের ঘরকন্না পেতেছেন। তাঁদের সোশাল মিডিয়ায় উঁকি দিলেই সংসারসুখের ঝলক মেলে। এবার বিয়ের পর প্রথম 'গুড়ি পড়বা' এবং ইদ উদযাপন করে সম্প্রীতি বজায় রাখলেন সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, "জাহির কোনওদিন ওঁর ধর্ম আমার ওপর চাপিয়ে দেয়নি। আমিও আমার ধর্ম ওঁর উপর চাপিয়ে দিতে চাইনি। আমাদের মধ্যে কখনও ধর্ম নিয়ে কোনও আলোচনাও হয়নি।" গত জুন মাসে স্পেশাল ম্যারেজ আইনের আওতায় জাহির ইকবালের সঙ্গে বৈবাহিক সম্পর্কে বাঁধা পড়েছিলেন সোনাক্ষী সিনহা। সেপ্রসঙ্গে অভিনেত্রী মত, "পরিস্থিতি যেমন ছিল তাতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করাই আমাদের সমীচীন বলে মনে হয়েছে। যেখানে আমাদের কাউকে কারও ধর্ম পরিবর্তন করতে হবে না।" বিয়ের পর সোশাল মিডিয়াতেও কটাক্ষের ঝড় বয়ে যায় সেই কারণেই কি ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন বন্ধ রেখেছিলেন? সোনাক্ষী জানান, "আমরা আসলে নতুন জীবন শুরু করার সময়ে নিন্দুকদের এত নেতিবাচক মন্তব্য নিয়ে স্ট্রেস নিতে চাইনি। তাই বন্ধ রেখেছিলাম।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার রাতে সেজেগুজে এক বন্ধুর বাড়ির পার্টিতে গিয়েছিলেন জাহির-সোনাক্ষী।
  • সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়িয়ে 'গুড়ি পড়বা' এবং 'ইদ'-এর জোড়া শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
Advertisement