shono
Advertisement

ভ্যাকসিনের প্রতি আস্থা বাড়ানোর চেষ্টা, টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে টিকা নিলেন কমলা হ্যারিস

কমলা যে হাসপাতালে টিকা নিয়েছেন, সেটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
Posted: 09:34 AM Dec 30, 2020Updated: 09:34 AM Dec 30, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড ভ্যাকসিনের উপর মানুষের আস্থা বাড়াতে অভিনব পথে হেঁটেছেন মার্কিন প্রেসিডেন্টরা। চারজন প্রেসিডেন্ট টিকা নিয়েছেন। এবার সেই পথে হাঁটলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris)। তবে একটু অন্যভাবে।

Advertisement

মঙ্গলবার লাইভ টিভি অনুষ্ঠানে কোভিড টিকা নিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমলা হ্যারিস। এবং টিকাকরণের চলতি প্রক্রিয়ায় আস্থা রাখতে দেশের মানুষকে আবেদন করেন তিনি। কমলা যে হাসপাতালে টিকা নিয়েছেন, সেটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

[আরও পড়ুন : দেশের নিরাপত্তা বিপন্ন করছেন ট্রাম্প, বিস্ফোরক অভিযোগ বিডেনের]

ওয়াশিংটন ডিসি-র ওই এলাকাটি অ্যাফ্রো-আমেরিকানে ভরতি। এবং চলতি করোনা অতিমারীতে তাঁদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুহার অত্যন্ত বেশি। আবার সমীক্ষা বলছে, তাঁদের মধ্যে টিকা নেওয়ার আগ্রহও সবচেয়ে কম। তাই জেনেশুনেই ওই এলাকার ইউনাইটেড মেডিক্যাল সেন্টারকে কমলা বেছে নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। তবে ফাইজার নয়, কমলা হ্যারিস নিয়েছেন মোডার্নার টিকা।

এদিকে, বড়দিন, নববর্ষ উপলক্ষে ছুটির সুযোগে দেদার ভ্রমণ। তার জেরে আমেরিকায় করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের বর্তমান ও প্রাক্তন স্বাস্থ্যকর্তারা। মার্কিন প্রশাসনের সর্বোচ্চ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ অ্যান্টনি ফাউচি হুঁশিয়ারি দিয়েছেন, উৎসবের মরশুমে বিধি না মেনে ঘোরাঘুরির ফল মারাত্মক প্রভাব ফেলবে।

[আরও পড়ুন : পাকিস্তানের পাশবিক মুখ! বছরে হাজারের বেশি কিশোরীকে ইসলামে ধর্মান্তরিত করছে মৌলবাদীরা]

ভারতের মতো উন্নয়নশীল দেশে করোনার গ্রাফ স্বস্তি দিলেও উদ্বেগ বাড়ছে আমেরিকায়। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করতে করোনা ভ্যাকসিন (Corona Vaccine) নেওয়ার সিদ্ধান্ত নেন আমেরিকার চার প্রাক্তন প্রেসিডেন্ট। আমেরিকায় ভ্যাকসিন আসার কথা জানা গেলেও আশা-আশঙ্কার দোলাচলে ভুগছেন আম-জনতা। তাঁরা মনে করছেন, ভ্যাকসিনে করোনা ঠিক হলেও, পার্শ্ব প্রতিক্রিয়ায় স্বাস্থ্যের প্রচণ্ড ক্ষতি হতে পারে। তাই জনগণের আতঙ্ক দূর করতে এবার আসরে নেমেছেন চার প্রাক্তন প্রেসিডেন্ট- জিমি কার্টার, জর্জ বুশ, বিল ক্লিটন ও বারাক ওবামা। প্রকাশ্যেই প্রতিষেধক নিতে প্রস্তুত তাঁরা। তাঁদের পাশাপাশি কমলা হ্যারিসও এবার ভিন্নপথে হাঁটলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement