সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র দুদিন পরেই তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার মধ্যে চোখ রাঙাচ্ছে চিন। বুধবার তাইওয়ানের আকাশ হয়ে মহাকাশে পাড়ি দেয় চিনেরএকটি স্যাটেলাইট। ফলে বেজে ওঠে এয়ার রেড সাইরেন। এছাড়া গত কয়েক মাস ধরে দ্বীপরাষ্ট্রটির সীমান্তে সামরিক মহড়া বাড়িয়েছে লালফৌজ। শুধু তাই নয় তাইওয়ানের নির্বাচনে কলকাঠি নাড়ছে চিন বলেও অভিযোগ। বিশ্লেষকদের মতে, তাইপেইতে নিজের পছন্দের প্রেসিডেন্ট চাইছে বেজিং। এই বিপদ আঁচ করতে পেরেই কমিউনিস্ট দেশটিকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা।
আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন। তাইওয়ানের বর্তমান শাসকদল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (DPP)। প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। এই দলটিকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে বেজিং। ওয়েনকে মসনদ থেকে সরাতে চাইছে জিনপিং প্রশাসন। এই আবহে ভোটমুখী দ্বীপরাষ্ট্রে আতঙ্ক তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তাইপেইয়ের। বুধবার চিন একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে। যা উড়ে যায় তাইওয়ানের উপর দিয়ে। এর পরই আকাশ পথে হামলার আশঙ্কায় জারি করা হয় সতর্কতা। এই প্রেক্ষিতে চিনকে বার্তা দিয়েছে আমেরিকা।
রয়টার্স সূত্রে খবর, এই প্রসঙ্গে আমেরিকার এক আধিকারিক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ” তাইওয়ানের নির্বাচনে ওয়াশিংটন কোনও পক্ষ নেবে না। কিন্তু এই ভোটপ্রক্রিয়ায় যদি কেউ হস্তক্ষেপ করে বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে তাহলে তার বিরোধিতা করা হবে। আমি বলতে চাই, নির্বাচন একটি স্বাভাবিক, নিয়মিত ও গণতান্ত্রিক প্রক্রিয়া। বেজিংয় যদি সামরিক চাপ বৃদ্ধি করে বা জোর খাটানোর চেষ্টা করে তা উস্কানিমূলক পদক্ষেপ হবে।”
[আরও পড়ুন: সুনাকের সঙ্গে সাক্ষাৎ রাজনাথের, প্রতিরক্ষা ক্ষেত্রে আরও কাছাকাছি দিল্লি-লন্ডন]
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ঝাঁকে ঝাঁকে চিনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। বহুবার সেগুলো দ্বীপরাষ্ট্রটির এয়ার ডিফেন্স জোনেও ঢুকে পড়েছিল। জলসীমায় তৎপরতা দেখা গিয়েছে চিনা রণতরীও। লালফৌজের এই অনুপ্রবেশ ও আগ্রাসানে বেজায় ক্ষিপ্ত তাইপেই। এই মুহূর্তে গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখতে বিশেষ বাহিনী মোতায়েন করেছে তাইওয়ান। পালটা জবাব দিতে প্রস্তুত তারাও।
বলে রাখা ভালো, তাইওয়ান নিয়ে চিনের সঙ্গে আমেরিকার সংঘাত বহুদিনের। গত বছর মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে আগ্রাসী মনোভাব নিয়েছিল কমিউনিস্ট দেশটি। তার মধ্যেই আগুনে ঘি ঢালার মতো কাজ করে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট লাই চিং তে ওরফে উইলিয়াম লাইয়ের মার্কিন সফর। পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন লাই। তাই নির্বাচনের আগে তাঁর মার্কিন মুলুকে যাওয়া একেবারেই ভালো চোখে দেখেনি বেজিং।