সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া (Russia) কীভাবে কাজ চালাবে, সেই বিষয়ে জ্ঞান দেওয়ার অধিকার নেই আমেরিকার (USA)। বৃহস্পতিবার বিবৃতি প্রকাশ করে এইভাবেই আমেরিকাকে তোপ দাগলেন রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনোভ। উত্তর কোরিয়ার (North Korea) রাষ্ট্রপ্রধান কিম জং উনের (Kim Jung Un) সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বৈঠকের পরেই রাশিয়ার তুমুল নিন্দা করে আমেরিকা। সেই মন্তব্যের পালটা দিতেই এহেন মন্তব্য রুশ রাষ্ট্রদূতের। প্রসঙ্গত, চার বছর পরে রাশিয়া সফরে গিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান।
বুধবার বৈঠকে বসেছিলেন দুই দেশের প্রধান। আমেরিকার অনুমান, এই বৈঠকেই অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে কিম ও পুতিনের মধ্যে। মার্কিন বিশেষজ্ঞদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধ চলাকালীন বিশাল মাপের অস্ত্র রাশিয়ার হাতে তুলে দিতে পারে উত্তর কোরিয়া। যদিও দুই দেশের মধ্যে অস্ত্র সরবরাহ নিয়ে কোনও চুক্তি হয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আমেরিকার তোপের মুখে পড়েছে পুতিনের প্রশাসন।
[আরও পড়ুন: পুত্রবধূকে ‘ধর্ষণ’ শ্বশুরের, ‘তুমি এখন আমার আম্মি’, দাবি করে স্ত্রীকে বাড়িছাড়া করলেন যুবক]
কিমের সঙ্গে বৈঠকের পরেই আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত তোপ দেগে বিবৃতি প্রকাশ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে একহাত নিয়ে তিনি বলেন, “আমরা কীভাবে কাজ করব, সেই নিয়ে জ্ঞান দেওয়ার অধিকার নেই আমেরিকার। বরং রাশিয়ার উপরে যেসমস্ত আর্থিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, সেগুলো আবর্জনার স্তূপে ফেলে দেওয়া উচিত তাদের। বিশ্বের নানা প্রান্তে যেভাবে একচেটিয়া আধিপত্য দেখাতে চাইছে আমেরিকা, সেটাও বেশিদিন টিকবে না।”
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সবরকমভাবে নিঃশর্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণও জানিয়েছেন পিয়ংইয়ংয়ে যাওয়ার জন্য। কিমের আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন। যা থেকে ওয়াকিবহাল মহল নিশ্চিত, অস্ত্রশস্ত্র ও প্রযুক্তির আদানপ্রদানের মাধ্যমে আগামিদিনে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।