সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে নৈশভোজ সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগেই মোদির অস্বস্তি বাড়াল মার্কিন সাংসদদের একটি চিঠি। মঙ্গলবার বাইডেনের উদ্দেশে চিঠি লিখে ৭৫ জন সেনেটর দাবি করেছেন, ভারতের বাকস্বাধীনতা নিয়ে মোদিকে প্রশ্ন করুন মার্কিন প্রেসিডেন্ট। ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, ইন্টারনেট বন্ধ করার মতো পরিস্থিতি কেন, তা নিয়েও বাইডেনের কথা বলা উচিত বলে দাবি করা হয়েছে ওই চিঠিতে।
প্রথমবার মার্কিন (USA) প্রেসিডেন্টের বাসভবনে নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছে মোদিকে। আমেরিকা সফরের সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সামরিক ড্রোন কেনার বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হতে পারে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। মার্কিন এমকিউ ৯ রিপার ড্রোন ব্যবহার করেই নিকেশ করা হয়েছিল আল কায়দা (Al-Qaeda) প্রধান আয়মান আল জাওয়াহিরিকে। প্রায় একই রকম কার্যকরী এমকিউ৯- সি গার্ডিয়ান ড্রোন কিনতে আগ্রহী ভারত। তার ফলে দুই দেশের মধ্যে ২০০ থেকে ৩০০ কোটি ডলারের বাণিজ্যিক চুক্তি হতে পারে।
[আরও পড়ুন: আর মাত্র ৩০ ঘণ্টার অক্সিজেন মজুত নিখোঁজ টাইটানে! আশা জাগাচ্ছে প্রাণের লক্ষণ]
তবে অস্ত্র নিয়ে বাণিজ্যিক চুক্তির আলোচনার মধ্যেই মোদির চিন্তা বাড়াবে মার্কিন সাংসদদের মত। ভারতীয় বংশোদ্ভূত সেনেটর প্রমীলা জয়পাল-সহ ৭৫ জনের চিঠিতে বলা হয়েছে, “বিশেষ কোনও ব্যক্তি বা দলকে নিয়ে মাতামাতি করা ঠিক নয়। কিন্তু মার্কিন বিদেশ নীতির কয়েকটি আদর্শ রয়েছে, সেগুলি মনে রাখা দরকার। তাই মোদির সঙ্গে আলোচনার সময়ে আরও নানা বিষয়ের পাশাপাশি এই কয়েকটি কথাও মাথায় রাখতে হবে।”
মার্কিন সেনেট ও কংগ্রেসের সদস্যদের দাবি, “ভারতে বিরোধীদের রাজনৈতিক সক্রিয়তা ক্রমেই কমে যাচ্ছে। ধর্মীয় অসহিষ্ণুতার ঘটনাও দিন দিন বাড়ছে। হেনস্তার মুখে পড়ছেন সাংবাদিকরা। নানা জায়গায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হচ্ছে।” ভারতে এমন পরিস্থিতি কেন, তা নিয়ে মোদির সঙ্গে আলোচনা করুন বাইডেন- এটাই দাবি মার্কিন জনপ্রতিনিধিদের। প্রসঙ্গত, এই চিঠিতে সই করেছেন মার্কিন সেনেটর ক্রিস ভ্যান হলেন। কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে নৈশভোজ সেরেছেন তিনি। উল্লেখ্য, আমেরিকা সফরে গিয়েও ভারতীয় গণতন্ত্রের নিন্দা করছিলেন রাহুল।