সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত দক্ষিণ চিন সাগরে টহল দিচ্ছে দৈত্যাকৃতির ইউএসএস কার্ল ভিনসন৷ গত ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে টহল দিচ্ছে প্রায় ৩০টি যুদ্ধবিমানে ঠাসা ওই মার্কিন রণবহর৷ এই ঘটনায় বেজায় চটেছে চিন৷ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার পাল্টা কী চাল চালবে বেজিং, সেদিকে নজর রেখেছে আন্তর্জাতিক মহল৷
(সিন্ধু অববাহিকায় বাঁধ নির্মাণ শুরু, প্রবল চাপে পাকিস্তান)
শুক্রবার প্রায় ২৫টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার দক্ষিণ চিন সাগরে লাগাতার টহল দেয়৷ সেনাবাহিনীর সদস্যরা গায়ে পোশাক চাপিয়ে বিমানে সমরাস্ত্র ‘ফিট’ করছিলেন বলেও জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের৷ ইউএসএস কার্ল ভিনসনের এরকম দাপুটে পদক্ষেপেই থেমে নেই আমেরিকা৷ মার্কিন সেনেটররা একের পর এক চিন-বিরোধী মৌখিক বোমা দেগেই চলেছেন৷ মার্কিন সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন দাবি তুলেছেন, দক্ষিণ চিন সাগরের দ্বীপে সারফেস টু এয়ার মিসাইল বানানো বন্ধ করতে হবে বেজিংকে৷
যদিও মার্কিন সেনার স্ট্রাইক গ্রুপ কমান্ডারের রিয়ার অ্যাডমিরাল জেমস কিলবি জানিয়েছেন, ইউএসএস কার্ল ভিনসনের টহলদারি মোটেও মার্কিন পেশীশক্তির আস্ফালন নয়৷ বরং এশিয়া প্যাসিফিকের প্রতি মার্কিন দায়বদ্ধতা প্রমাণ করতে ও মিত্রশক্তির প্রতি আনুগত্যের জন্যই টহল দিচ্ছে মার্কিন রণবহর৷ অতীতেও এমনটা হয়েছে, ভবিষ্যতেও হবে বলে দৃঢ়ভাবে জানিয়েছেন মার্কিন সেনানায়করা৷ ১৯৭০ থেকে ভিয়েতনামের কাছ থেকে এই অঞ্চলের আধিপত্য ছিনিয়ে নিয়েছে চিন৷
(OMG! জেল থেকে বেরতে এমন ভয়ানক কাজ করল কয়েদিরা)
The post চিনকে চ্যালেঞ্জ জানিয়ে দক্ষিণ চিন সাগরে টহল মার্কিন রণবহরের appeared first on Sangbad Pratidin.