সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাগ্যের ফের কাকে কোথায় নিয়ে যাবে তা বলা কঠিন। একথা মানুষের মতোই যে কুকুরের ক্ষেত্রেও সত্যি তা প্রমাণ হয়ে গেল। পথকুকুর (Street Dog) জয়া পাড়ি দিচ্ছে বিদেশে। বিমানে চেপে সুদূর নেদারল্যান্ডে (Netherlands) যাবে সে। যদিও কুকুর, তবুও তো ভারতীয়। ফলে নিয়ম মেনে বিদেশ যেতে হবে সারমেয়টিকে। তার জন্য ইতিমধ্যে পাসপোর্ট-ভিসা তৈরি হয়ে গিয়েছে। প্রশ্ন হল, কীভাবে ভাগ্য ফিরল জয়ার?
সৌজন্যে নেদারল্যান্ডের এক তরুণী মিরাল বনতেলবাল। ভারতভ্রমণে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসী শহরে এসেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে মিরাল জানান, একটি কুকুর পোষার ইচ্ছা ছিল তাঁর। সম্প্রতি বারণসীতে ঘুরতে এসে ভারতের রাস্তার কুকুরদের প্রতি ভালোবাসা তৈরি হয়। তখনই জয়ার সঙ্গে দেখা হয়েছিল। আদুরে স্বভাবের কুকুরটিকে ভালোবেসে ফেলেন তিনি। এর পরই জয়াকে দত্তক নেবেন বলে ঠিক করেন।
[আরও পড়ুন: ‘নীতি বিরোধী’, গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভারত ভোট না দেওয়ায় ‘অবাক’ প্রিয়াঙ্কা, সরব পওয়ারও]
যেমন কথা তেমনই কাজ। জয়াকে দত্তক নেন মিরাল। সেই পর্ব দ্রুত মিটলেও কুকুরের পাসপোর্ট-ভিসা তৈরি সোজা কথা ছিল না। এর জন্য ছয় মাস লেগে গিয়েছে। তাতেই বা কী! ভালোবাসার টান বলে কথা। এবার বিমানযাত্রার পালা। খুব শিগগির জয়াকে সঙ্গে নিয়ে নেদারল্যান্ডে পাড়ি দেবেন ডাচ তরুণী। অসহায় পথকুকুরের ভাগ্যবদলে খুশি পশুপ্রেমীরা।