হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে গত ৮ বছরে অভূতপূর্ব উন্নতি ঘটেছে উত্তরপ্রদেশের। 'বিমারু' রাজ্য থেকে অর্থনীতির 'পাওয়ার হাউসে' পরিণত হয়েছে এই রাজ্যটি। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক উন্নতির দুরন্ত গতি দেখে উত্তরপ্রদেশে বিনিয়োগের জন্য আসছে বহু দেশি-বিদেশি কোম্পানি। এভাবে সব মিলিয়ে মোট ৪৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাবের মাধ্যমে 'বিমারু' থেকে 'অগ্রসর রাজ্যে' রূপান্তরিত হয়েছে উত্তরপ্রদেশ। ইতিমধ্যেই যোগী সরকার ১৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগকে বাস্তবে রূপ দিয়েছে। যা ৬০ লক্ষ যুবক-যুবতীর জন্য কর্মসংস্থানের দরজা খুলে দিয়েছে।

২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন যোগী। তারপর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'রিফর্ম', 'পারফর্ম' ও 'ট্রান্সফর্ম' অর্থাৎ সংস্কার, সম্পাদন, রূপান্তরের মন্ত্রেই অনুপ্রাণিত হয়ে রাজ্যবাসীর কল্যাণে কাজ করেছেন তিনি। এই ৮ বছরে শিল্পক্ষেত্রে ব্যবসা সহজতর করার জন্য ৪,৬৭৪টি নিয়ন্ত্রকের বোঝা হ্রাস করা হয়েছে। এছাড়া বিনিয়োগের দরজা খুলতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বরাবর ৬টি শিল্প করিডোর এবং বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে বরাবর ৬টি শিল্প করিডোর তৈরি করা হচ্ছে। শুধু তাই নানা পোর্টালের মাধ্যমে বিনিয়োগের সুবিধা সুনিশ্চিত করতে ৪৮৭টির উপর অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। যার মধ্যে অন্যতম 'ইনভেস্টমেন্ট মিত্র' পোর্টাল। এছাড়া রাজ্যের ৫০০টি ফরচুন গ্লোবাল এবং ফরচুন ইন্ডিয়া কোম্পানির বিনিয়োগ টানার জন্য বিশেষ নীতি ও সুবিধা প্রদান করা হচ্ছে।
এইভাবে শিল্প সম্প্রসারণের উপর জোর দেওয়ার ফলে রাজ্যের মোট রাজ্য জিএসডিপি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালের তুলনায় গত ৮ বছরে, উত্তরপ্রদেশের জিএসডিপি তৃণমূল স্তর থেকে দ্বিগুণ হয়ে ২৭.৫১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এবং শীঘ্রই এই পরিসংখ্যান ৩০ লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা যোগী সরকারের। রাজ্যে ইতিমধ্যে ৪৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। যার মধ্যে ১৫ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। এর ফলে ৬০ লক্ষ যুবক-যুবতীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া প্রতিরক্ষা করিডোর, চিকিৎসা ও ওষুধ খাতে ৬৩ হাজার ৪৭৫ কোটি টাকার বিনিয়োগের ফলে স্বাস্থ্যসেবা এবং উৎপাদন খাতেও কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে।
আর্থিক উন্নতির দিক দিয়ে উত্তরপ্রদেশকে অন্য শিখরে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ যোগী। বাণিজ্য, শিক্ষা, কর্ম-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভুত উন্নতি ঘটাচ্ছে তার সরকার। গত মাসেই উত্তরপ্রদেশে এসেছিলেন জাপানের ইয়ামানাশি প্রদেশের ভাইস গভর্নর কো ওসাদা। রাজ্যে বিনিয়োগ নিয়ে কথা বলেন যোগীর সঙ্গে। তারপরই ওসাদা জানান, উত্তরপ্রদেশের বিনিয়োগের পরিবেশ ও সুযোগ-সুবিধা খতিয়ে দেখতে জাপান থেকে বিভিন্ন কোম্পানির ২৫০ জন সিইও আসবেন। যে গতিতে উত্তরপ্রদেশের অর্থনীতি দৌড়াচ্ছে তাতেই লগ্নির জন্য ভরসা রয়েছে তাঁদের। আস্থা রয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুশাসনের উপরেও। এই উদ্যোগ এরাজ্যে যুবক-যুবতীদের জন্য কাজের সুযোগও করে দেবে।