shono
Advertisement

তেরঙ্গার উপরে দাঁড়িয়ে বিজেপি সাংসদ! জাতীয় পতাকার অবমাননা, সরব কংগ্রেস

বিজেপির সদর দপ্তরেই এমন ঘটেছে বলে অভিযোগ।
Posted: 06:08 PM Feb 28, 2023Updated: 06:09 PM Feb 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেরঙ্গাকে অবমাননা করার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। উত্তরাখণ্ডের (Uttarakhand) গেরুয়া নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ, ফুলে সাজানো তেরঙ্গার উপরে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁদের। অভিযোগ তুলেছে রাজ্যের কংগ্রেস (Congress) নেতৃত্ব।

Advertisement

ঠিক কী অভিযোগ বিজেপির বিরুদ্ধে? কংগ্রেসের অভিযোগ, গত ২৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে বিজেপির সদর দপ্তরে ‘বুথ সশক্তিকরণ অভিযান’ উপলক্ষে একটি কর্মসূচি ছিল। সেখানেই দেখা যায় ওই দৃশ্য। মাটিতে সাজানো তেরঙ্গার উপরে দাঁড়িয়ে রয়েছেন এক বিজেপি কর্মী।
উত্তরাখণ্ডের কংগ্রেসের রাজ্য সভাপতি করণ মাহারার কথায়, ”বিজেপি নেতারা ক্ষমতায় এমনই মত্ত যে এখন আর তেরঙ্গার অপমান করতেও বাঁধছে না। যে তেরঙ্গা দেশের গৌরব।”

[আরও পড়ুন: সাফাইকর্মীদের পুনর্বাসনে কতটা কাজ হল? ছ’সপ্তাহের মধ্যে কেন্দ্রের রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট]

পরে বিজেপির রাজ্য সভাপতি মহেন্দ্র ভাট, রাজ্যসভার সাংসদ কল্পনা সাইনি ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দুষ্মন্ত কুমারকে কটাক্ষ করে তিনি বলেন, ”এই কাণ্ডের জন্য দেশ ও রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।” সেই তাঁর আরও অভিযোগ, ”একদিকে একটি ছবিতে গেরুয়া পোশাক পরে দেশের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিজেপের নেতারা তেরঙ্গার উপরে দাঁড়িয়ে জাতীয় পতাকার অবমাননা করছেন।” তাঁর অভিযোগ, যাঁরা ওই কাজ করেছেন, তাঁরা সকলেই রাজ্যসভার সাংসদ কিংবা দলের বর্ষীয়ান সদস্য।

[আরও পড়ুন: এটা উত্তর কোরিয়া নাকি! দূরদর্শনের গৈরিকীকরণের অভিযোগে সরব বিরোধীরা, সাফাই প্রসার ভারতীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement