shono
Advertisement

পচা আলুর সঙ্গে খারাপ জল, শহরে ফুচকা বিক্রি বন্ধের নির্দেশ

কোন শহরে এমন অদ্ভুত সিদ্ধান্ত? The post পচা আলুর সঙ্গে খারাপ জল, শহরে ফুচকা বিক্রি বন্ধের নির্দেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:31 PM Jul 27, 2018Updated: 09:14 PM Jul 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের সামনে সারি সারি সাজানো ফুচকা৷ তেঁতুল জল ও মশলা৷ অতুলনীয় স্বাদের এই হাতছানি এড়ানো অনেকের পক্ষেই দুষ্কর৷ কিন্তু সেই ফুচকাপ্রেমীদের জন্য দুঃসংবাদ৷ বন্ধ হতে চলেছে ফুচকা বিক্রি৷ এমনই অদ্ভুত নিষেধাজ্ঞা জারি করেছে গুজরাটের ভদোদরা পুরসভা৷ তাতেই মন খারাপ ফুচকাপ্রেমীদের৷ আর্থিক ভাণ্ডারে টান পড়ার দুশ্চিন্তায় মাথায় হাত ব্যবসায়ীদের৷

Advertisement

[জানেন, কেন নিজেই নিজের কবর খুঁড়লেন ৭০ বছরের এই বৃদ্ধ?]

ফুচকা তৈরি করা হয় ভদোদরার এমন বেশ কিছু জায়গায় পরিদর্শনে যায় স্বাস্থ্য দপ্তরের একটি টিম৷ প্রায় ৫০টি জায়গায় হানা দেন তাঁরা৷ সেখানে গিয়ে দেখেন অস্বাস্থ্যকর পদ্ধতিতে ফুচকা বানানো হচ্ছে৷ আধিকারিকরা দেখেন, সব জায়গায় কম বেশি একই ছবি৷ একটি জায়গা থেকে ৪ কিলোগ্রাম পুরি, ৩ কেজি ৫০০ গ্রাম আলু ও ১২০০ লিটার অ্যাসিডিক জল ফেলে দেওয়া হয়৷ ফুচকায় ব্যবহৃত ময়দা ও তেল অত্যন্ত নিম্নমানের বলেও জানান আধিকারিকরা৷ এও বলেন, ফুচকা তৈরিতে পচা আলু ব্যবহার করা হচ্ছে৷ জলও অপরিচ্ছন্ন৷ এরপরই ভদোদরার সব ফুড স্টলে বর্ষার মরশুমে ফুচকা বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়৷   

[মুসলিম জনসংখ্যা না কমলে গণপিটুনি থামবে না, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার]

বর্ষার মরশুমে ভদোদরার অধিকাংশ এলাকার বাসিন্দারাই পেটের রোগে ভুগছেন৷ জন্ডিস, টাইফয়েড লেগেই রয়েছে ঘরে ঘরে৷ পুরসভার স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, অত্যন্ত অস্বাস্থ্যকর পদ্ধতিতে ফুচকা তৈরি করা হয়৷ তাঁরা খোঁজ নিয়ে দেখেছেন ফুচকা থেকেই ছড়াচ্ছে পেটের রোগ৷ জন্ডিস, টাইফয়েড ও খাদ্যে বিষক্রিয়ার জন্য পেটের নানা রোগে ভুগছে আমজনতা৷ ফুচকায় যে টক জল ব্যবহার করা সেটিও শরীরের পক্ষে মোটেই ভাল নয়৷ তাই ফুচকা বিক্রি বন্ধে আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে ভদোদরা পুরসভা৷   

[ইউটিউবে ভিডিও দেখে স্ত্রীর প্রসবের ব্যবস্থা, স্বামীর হঠকারিতায় প্রাণ গেল মহিলার]

তবে ব্যবসায়ীদের মুখ চেয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত৷ বর্ষা কেটে গেলেই আবারও ফুচকা বিক্রি শুরুর নির্দেশ দেওয়া হবে৷

The post পচা আলুর সঙ্গে খারাপ জল, শহরে ফুচকা বিক্রি বন্ধের নির্দেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement