shono
Advertisement

Breaking News

বাংলাদেশের মহান বন্ধু ছিলেন বাজপেয়ী, শোকবার্তা হাসিনার

বাজপেয়ীর পরিবারের প্রতি সমবেদনা হাসিনার৷ The post বাংলাদেশের মহান বন্ধু ছিলেন বাজপেয়ী, শোকবার্তা হাসিনার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:23 PM Aug 17, 2018Updated: 08:01 PM Aug 17, 2018

সুকুমার সরকার, ঢাকা: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শোক বার্তায় হাসিনা লিখেছেন, অটলবিহারী বাজপেয়ী বাংলাদেশের মহান বন্ধু ছিলেন৷ বাংলাদেশে তিনি খুবই শ্রদ্ধেয়৷ তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত৷’’

Advertisement

[মুজিব হত্যায় জড়িত খালেদা, বিস্ফোরক অভিযোগ হাসিনার]

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্যে যোগ দিয়েছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি৷ ঢাকার বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী ছাড়াও এদিন দিল্লিতে রাষ্ট্রীয় স্মৃতিস্থলে ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি৷ বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ৷ মোদিকে শোকবার্তা পাঠিয়ে শেখ হাসিনা বলেন, ‘‘সুশাসন ও ভারত-সহ উপমহাদেশের সাধারণ মানুষের শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখার জন্য অটলবিহারী বাজপেয়ী চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন৷ ভারতের জনগণের কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা আগামী প্রজন্মের নেতাদের অনুপ্রাণিত করবে৷ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাজপেয়ীর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন৷’’ শেখ হাসিনা আরও বলেন, ‘‘১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা দেয়৷ বাংলাদেশের সবার জন্যও আজ একটি শোকের দিন৷’’ সরকার ও বাংলাদেশের জনগণ ও তাঁর নিজের পক্ষ থেকে প্রয়াত  বাজপেয়ীর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘‘আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি৷’’

[ভারতের স্বাধীনতা দিবসে শামিল ওপার বাংলাও, উৎসবের মেজাজ ঢাকায়]

বেশ কিছুদিন ধরেই জটিল অসুখে ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মূত্রনালির সংক্রমণজনিত কারণে গত জুন মাস থেকে এইমসে ভরতি ছিলেন তিনি। দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার সন্ধ্যায় চিরবিদায় নেন প্রাক্তন প্রধানমন্ত্রী৷

The post বাংলাদেশের মহান বন্ধু ছিলেন বাজপেয়ী, শোকবার্তা হাসিনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement