সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সুড়ঙ্গে রক্ষে নেই বর্জ্যের পাহাড় দোসর! উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে ধস নামায় এখনও বন্দি ৪১ শ্রমিক। দুই সপ্তাহ পড়ে উদ্ধারে নেমেছে সেনা। এখনও মুক্তির হদিশ মেলেনি। এর মধ্যেই আরও বড় বিপদের আশঙ্কায় বিশেষজ্ঞরা। কী সেই বিপদ?
সুড়ঙ্গের পাশেই রয়েছে বর্জ্যের পাহাড়। সুড়ঙ্গ তৈরির সময় যা উৎপন্ন হয়েছিল। বিশেষজ্ঞদের বক্তব্য, ওই ‘পাহাড়ে’ আচমকা ধস নামলে আশপাশের বসতি এলাকা মাটিতে মিশে যাবে। মৃত্যু হবে বহু মানুষের। বিপদ রুখতে কোনও গার্ডওয়াল দেওয়া হয়নি বর্জ্যের পাহাড়ের সামনে। মনে করা হচ্ছে, বৃষ্টি হলে ধস নেমে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। নিয়মের এই গড়মিল সব ক্ষেত্রে।
ভূতাত্বিতকদের একাংশের বক্তব্য, গোটা চারধাম প্রকল্পই বিজ্ঞানের পরোয়া না করে শুরু হয়েছে। ভঙ্গুর হিমালয় পাহাড়ের চরিত্রকে উপেক্ষা করে সুড়ঙ্গ এবং রাস্তা নির্মাণ চলছে। ফলে বিপদ ঘটলেও অহঙ্কারি সরকারি প্রকল্প থামবে না। একইভাবে হিমালয় পার্বত্য অঞ্চলে নির্মাণের ক্ষেত্রে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থার নিময় রয়েছে। সেই নিয়মকে পাত্তা দেয়নি প্রকল্পের কর্তারা। উল্লেখ্য, ১২ নভেম্বর সিল্কিয়ারা সুড়ঙ্গে ধস নামা, ৪১ শ্রমিকের আটকে পড়াও আসলে প্রকৃতি তথা বিজ্ঞানের বারণ না শোনার ফল, দাবি বিশেষজ্ঞদের একাংশের। ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের সদস্য বিশাল চৌহানের অবশ্য দাবি, পরিবেশ সংক্রান্ত পরীক্ষার পরেই প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে।