shono
Advertisement
Uttam Mohanty

আশঙ্কাজনক অভিনেতা উত্তম মোহান্তি, তড়িঘড়ি উড়িয়ে নিয়ে যাওয়া হল দিল্লিতে

সিরোসিস অফ লিভারে আক্রান্ত অভিনেতা।
Published By: Sayani SenPosted: 11:48 AM Feb 09, 2025Updated: 01:04 PM Feb 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ ওড়িয়া অভিনেতা উত্তম মোহান্তি। বর্তমানে দিল্লির এক হাসপাতালে ভর্তি। সেখানেই চলছে চিকিৎসা। সিরোসিস অফ লিভারে আক্রান্ত ওই অভিনেতা। বেশ কয়েকদিন ভুবনেশ্বরের এক হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভুবনেশ্বর থেকে এয়ারলিফটে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Advertisement

জানা গিয়েছে, গত ৩ দিন যাবৎ ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। ভেন্টিলেশনে রয়েছেন। শনিবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হয়। তাই সন্ধ্যায় তাঁকে ভুবনেশ্বর থেকে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অপরাজিতা মোহান্তি এবং ছেলে বাবুশান। ভুবনেশ্বরের বেসরকারি হাসপাতালের গ্যাস্ট্রোএনট্রোলজি বিভাগের প্রধান মনোজ সাহু জানান, সিরোসিস অফ লিভার রোগে আক্রান্ত অভিনেতা। কয়েকদিন শারীরিক অবস্থা খারাপ ছিল। তাই তাঁকে এয়ারলিফট করে দিল্লি পাঠানো হয়।

ওড়িয়া সিনেমার জগতে অতি জনপ্রিয় উত্তম মোহান্তি। ১৯৭৭ সালে সিনেদুনিয়ায় পথচলা শুরু হয় তাঁর। কয়েক দশকের কেরিয়ারে ওড়িয়ার পাশাপাশি বাংলা ছবিতে নজর কাড়েন। কমপক্ষে ৩০টি বাংলা ছবি করেছেন তিনি। বর্তমানে 'বউ বুট্টু ভুটা' ছবিতে কাজ করছিলেন। আগামী ১২ জুন ছবি মুক্তি। তার আগে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুরুতর অসুস্থ ওড়িয়া অভিনেতা উত্তম মোহান্তি। বর্তমানে দিল্লির এক হাসপাতালে ভর্তি। সেখানেই চলছে চিকিৎসা।
  • সিরোসিস অফ লিভারে আক্রান্ত ওই অভিনেতা। বেশ কয়েকদিন ভুবনেশ্বরের এক হাসপাতালে ভর্তি ছিলেন।
  • অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভুবনেশ্বর থেকে এয়ারলিফটে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে।
Advertisement