shono
Advertisement

বড়পর্দায় ডেবিউয়ের আগেই বিয়ে সারলেন দেবচন্দ্রিমা? নায়িকার ভিডিওয় তোলপাড় নেটদুনিয়া

টুকটুকে লাল বেনারসি শাড়িতে সেজেছেন অভিনেত্রী।
Posted: 04:31 PM Oct 08, 2023Updated: 05:57 PM Oct 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই বিয়ে সেরেছেন পরিণীতি চোপড়া। আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সেই বিয়ের স্মৃতি এখনও টাটকা। এর মধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়ের ভিডিও। যেখানে কনের সাজে রয়েছেন অভিনেত্রী। আর তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

টুকটুকে লাল বেনারসি শাড়িতে সেজেছেন দেবচন্দ্রিমা। তাঁর পাশে রয়েছেন অরিজিৎ শিকদার। পরনে সাদা ধুতি আর লাল পাঞ্জাবি। অরিজিৎই সিঁদুর পরিয়ে দিয়েছেন। কিন্তু কেন? তাহলে কী বড়পর্দায় ডেবিউর আগেই বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী? না, তা নয়। সবটাই হয়েছে বিজ্ঞাপনের জন্য। রুদ্র সাহার পরিচালনায় তৈরি হয়েছে ভিডিওটি। ফটোগ্রাফার সৌম্য সিনহা। আজকের নন্দিনীর শাড়ি পরেছেন দেবচন্দ্রিমা। মেকআপ আর হেয়ারের দায়িত্বে ছিলেন সাধ্বিকা দেবশর্মা ও রোহিনী আইচ।

[আরও পড়ুন: ‘জওয়ান’-এর OTT রিলিজে বিশেষ চমক, কবে, কোথায় দেখা যাবে শাহরুখের ছবি?]

‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’র মতো ধারাবাহিক থেকে জনপ্রিয় হয়ে ওঠেন দেবচন্দ্রিমা। সম্প্রতি তাঁকে হোমস্টে মার্ডার সিরিজেও দেখা গিয়েছিল। সেই দেবচন্দ্রিমাই এবার টলিউড সুপারস্টার জিতের হাত ধরে এবার সিনেপর্দায় আসতে চলেছেন।

খবর অনুযায়ী, জিতের নতুন ছবি ‘বুমেরাং’-এ দেখা যাবে দেবচন্দ্রিমাকে। তবে দেবচন্দ্রিমার বিপরীতে জিৎ নয়, থাকছেন অভিনেতা সত্যম রায়চৌধুরী। হইচই প্ল্যাটফর্মের ‘পরিণীতা’ সিরিজেও দেখা যাবে ছোটপর্দার এই অভিনেত্রীকে। সিরিজটি পরিচালনা করছেন অদিতি রায়।

[আরও পড়ুন: মহালয়া স্পেশাল: দেবী দুর্গা কোয়েল, মহাদেব রণজয়, দেখুন ‘যা দেবী সর্বভূতেষু’র ঝলক ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার