shono
Advertisement

ভাইরাল শহিদ কন্যা গুরমেহরের উল্লাসের ভিডিও

একই গুরমেহরের এই ভিন্নরূপ না দেখলে মিস করবেন৷
Posted: 04:59 PM Mar 03, 2017Updated: 06:50 PM Mar 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহিদ কন্যা তিনি৷ প্ল্যাকার্ড বিপ্লবের যে ঝড় দেশে তুলেছিলেন৷ তার রেশ এখনও রয়ে গিয়েছে৷ পক্ষে-বিপক্ষের তর্ক-বিতর্কে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ সেই সৌজন্যেই ট্রেন্ডিং গুরমেহর কৌর৷ দিল্লির লেডি শ্রীরাম কলেজের ছাত্রী৷

Advertisement

ক’দিন আগেই যাবতীয় বিতর্ক থেকে নিষ্কৃতি চেয়েছিলেন গুরমেহর৷ পড়াশোনায় মনোনিবেশ করতে দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন শহিদ কন্যা৷ তবে যেই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে জনতার দরবারে পরিচিতি পেয়েছিলেন, সেই সোশ্যাল মিডিয়ায় সৌজন্যেই ফের ভাইরাল দিল্লির পড়ুয়া৷ এবার অবশ্য বিপ্লবের খাতিরে নয়, গাড়ির মধ্যে দেদার খানা-পিনা আর মনের সুখে নৃত্যের সৌজন্যে৷ একই গুরমেহরের এই ভিন্নরূপ আপনিও দেখে নিন ক্লিক করে৷ তবে অনেকেরই দাবি, এই তরুণী গুরমেহর নন অন্য কেউ। ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement