shono
Advertisement
Vidya Balan

নিজেকে অপয়া ভাবতেন বিদ্যা! কিন্তু কেন?

অভিনেত্রী নিজেই জানালেন কঠিন সময়ের কথা।
Published By: Suparna MajumderPosted: 10:20 AM Nov 05, 2024Updated: 10:20 AM Nov 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউড থেকে সিনেদুনিয়ার যাত্রা শুরু করেছিলেন। আজ বলিউডে তিনি খ্যাতির শিখরে। বি-টাউনের বলিষ্ঠ অভিনেত্রীর তালিকায় বিদ্যা বালানের নাম উপরের সারিতেই থাকে। এমন অভিনেত্রী এক সময় নিজেকে অপয়া ভাবতে শুরু করেছিলেন। নিজমুখেই জানালেন এই কথা।

Advertisement

পয়লা নভেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে 'ভুলভুলাইয়া ৩'। নতুন এই সিনেমা ইতিমধ্যেই একশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ছবি নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়েই বিদ্যা জানান, কেরিয়ারের শুরুর দিকে তাঁকে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। একটি মালয়ালম সিনেমার নায়িকা হিসেবে শুটিং শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেটি মাঝপথেই বন্ধ হয়ে যায়।

বিদ্যা জানান, সিনেমা বন্ধ হওয়ার পর থেকেই তাঁকে 'অপয়া' বলতে শুরু করে লোকজন। দাবি করা হয়, বিদ্যাকে নেওয়া হয়েছে বলেই সিনেমা বন্ধ হয়ে গিয়েছে। এক নয়, একাধিকবার তাঁর সঙ্গে এমনটা হয়েছে বলে জানান বিদ্যা। চারপাশের মানুষের মুখে 'অপয়া' শব্দটি শুনতে শুনতে বিদ্যা নিজেও নিজেকে অপয়া ভাবতে শুরু করেছিলেন বলেই জানান।

 

উল্লেখ্য, বিদ্যার প্রথম সিনেমা 'ভালো থেকো' মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। ২০০৫ সালে মুক্তি পায় 'পরিণীতা'। এই ছবি থেকেই বিদ্যার সাফল্যের সফর শুরু হয়। ২০০৭ সালে 'ভুলভুলাইয়া' ছবিতে অবনি ওরফে মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। তার পর ২০২৪ সালে এই চরিত্রে দেখা গেল তাঁকে। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে অনীশ বাজমি পরিচালিত ছবিটি। মাত্র তিন দিনেই একশো কোটি টাকার বেশি আয় করে ফেলেছে সিনেমা হল কালেকশন থেকে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিদ্যা জানান, এক সিনেমা বন্ধ হওয়ার পর থেকেই তাঁকে 'অপয়া' বলতে শুরু করে লোকজন।
  • দাবি করা হয়, বিদ্যাকে নেওয়া হয়েছে বলেই সিনেমা বন্ধ হয়ে গিয়েছে।
Advertisement