shono
Advertisement
Vijay Deverakonda

আচমকাই সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়লেন বিজয় দেবারাকোণ্ডা! হঠাৎ কী হল অভিনেতার?

কয়েকদিন আগে ‘ভিডি টুয়েলভ’ ছবির শুটিংয়ে কাঁধে গুরুতর চোট পান বিজয়।
Published By: Akash MisraPosted: 09:55 AM Nov 09, 2024Updated: 10:24 AM Nov 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই ধপাস! সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গিয়ে একেবারে বেকুব দক্ষিণী তারকা বিজয় দেবারাকোণ্ডা! নিজেই কিছুতে বুঝতে উঠতে পারছিলেন না, এমন ঘটনা ঘটল কীভাবে। তবুও নিজেকে সামলে নিয়ে গাড়িতে উঠে পড়লেন। ঘটনাটি ঘটেছে, একটি ছবির প্রচারে।

Advertisement

সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ছবির টিমের সঙ্গে একটি বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে নীচে নেমে আসছেন বিজয়। হঠাৎই তাঁর পা পিছলে যায়। সিঁড়ি দিয়ে হুড়মুডিয়ে গড়িয়ে পড়েন। তৎক্ষণাৎ তাঁর টিমের অন্য সদস্যদের সাহায্যে তিনি উঠে দাড়ান। বাইরে এসে ছবিও তোলেন। বিজয় তেমন চোট পাননি বলেই জানা গিয়েছে।

কয়েকদিন আগেই ‘ভিডি টুয়েলভ’ ছবির শুটিংয়ে কাঁধে গুরুতর চোট পান বিজয়। সেই চোট নিয়েই শুটিং করছিলেন। সেই ব্যথা একেবারে সেরে ওঠার আগেই ফের আহত হলেন বিজয়। তবে অভিনেতা জানিয়েছেন, সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে তেমন আঘাত লাগেনি।

প্রসঙ্গত, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে রশ্মিকা আর বিজয় দেবেরাকোন্ডার বিয়ে, সহবাসের গল্প। এই নিয়ে নানা খবর রটে গেলেও, রশ্মিকা আর বিজয় কিন্তু চুপই ছিলেন। তবে রশ্মিকা মুখ না খুললেও, সহবাস, বিয়ে নিয়ে এবার মুখ খুললেন বিজয়! স্পষ্ট জানালেন, ‘এসব গুঞ্জন বন্ধ হোক!’

সম্প্রতি নতুন ছবির প্রচারে এসে বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই বিজয় কিন্তু বিরক্তির সুরে জানালেন, ‘বিয়ে বা সহবাসের কোনও পরিকল্পনা নেই। জানি না এসব কীভাবে রটেছে। সংবাদমাধ্যম পারলে প্রত্যেক বছরই আমাকে বিয়ে দেয়। আপাতত আমি শুধুই কেরিয়ার নিয়ে ভাবছি।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজয় নিজেই কিছুতে বুঝতে উঠতে পারছিলেন না, এমন ঘটনা ঘটল কীভাবে।
  • ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে রশ্মিকা আর বিজয় দেবেরাকোন্ডার বিয়ে, সহবাসের গল্প।
Advertisement