shono
Advertisement

Breaking News

Vinesh Phogat

প্যারিস থেকে দেশে ফিরলেন ভিনেশ, দিল্লি বিমানবন্দরে চোখের জলে ভাসলেন কুস্তিগির

দিল্লি বিমানবন্দরে ভিনেশকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছিলেন অনেকে।
Published By: Krishanu MazumderPosted: 01:14 PM Aug 17, 2024Updated: 02:35 PM Aug 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিসে হৃদয় জিতে নিয়েছেন তিনি। হারানো রুপোর জন্যও ক্রীড়া আদালতের দ্বারস্থও হয়েছিলেন। সেই আবেদনও নাকচ হয়ে যায়। অবশেষে শনিবার দেশে ফিরে এলেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। 
দিল্লি বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছিলেন অনেকে। উপস্থিত ছিলেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিকও। পদক না এলেও তাঁর জন্য এমন আবেগী অভ্যর্থনা দেখার পরে আর স্থির থাকতে পারেননি ভিনেশ ফোগাট। কেঁদে ফেলেন। তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় বজরং পুনিয়া ও সাক্ষী মালিককে।  

Advertisement

[আরও পড়ুন: ‘বাবা হিসেবে আমি যন্ত্রণাবিদ্ধ’, আর জি কর কাণ্ডে মুখ খুললেন এবার ঋদ্ধিও]


শনিবার বিনেশের জন্য ফুলের তোড়া হাতে দিল্লি বিমানবন্দরে উপস্থিত  হয়েছিলেন অনেকে। তাঁকে ঘিরে তৈরি হওয়া এমন উৎসাহ-উদযাপন দেখে স্থির থাকতে পারেননি ভিনেশ। কান্নায় ভেঙে পড়েন তিনি। 
প্যারিসে ইতিহাস তৈরি করেন ভিনেশ ফোগাট। একইদিনে তিন কুস্তিগিরকে মাটি ধরিয়ে ফাইনালের ছাড়পত্রও জোগাড় করেছিলেন। কিন্তু ফাইনালের দিনই ঘটে গেল বিপর্যয়। ওজন করে দেখা যায় নির্দিষ্ট ওজনের থেকে একশো গ্রাম ওজন বেশি ভিনেশের। তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয় রুপোর পদক। ফাইনালেও তাঁকে নামতে দেওয়া হয়নি। হারানো রুপোর পদক ফিরে পাওয়ার জন্য ক্রীড়া আদালতের কাছে আবেদন করেন ভিনেশ। কিন্তু তাঁর সেই আবেদনও নস্যাৎ হয়ে যায়। অবশেষে প্যারিস থেকে দেশে ফিরে এলেন ভিনেশ। কিন্তু নিজেকে সামলাতে পারলেন না। ভেঙে পড়লেন কান্নায়। 

 

[আরও পড়ুন: বাংলাদেশের অবস্থায় চিন্তিত আইসিসি, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে আমিরশাহীতে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্যারিসে হৃদয় জিতে নিয়েছেন তিনি।
  • হারানো রুপোর জন্যও ক্রীড়া আদালতের দ্বারস্থও হয়েছিলেন।
  • সেই আবেদনও নাকচ হয়ে যায়।
Advertisement