সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনেশ ফোগাটের অলিম্পিক থেকে বাদ পড়া নিয়ে তুঙ্গে রাজনৈতিক বাদানুবাদ। কংগ্রেস আগেই ভিনেশের ছিটকে যাওয়ার নেপথ্যে অন্তর্ঘাতের অভিযোগ এনেছিল। এবার হাত শিবির তারকা কুস্তিগিরকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তাব দিল। যদিও ভিনেশের পরিবার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে।
ভিনেশকে রাজ্যসভায় পাঠানো উচিত। এই প্রস্তাব প্রথম দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে সেই একই দাবি শোনা গিয়েছে হরিয়ানা কংগ্রেসের শীর্ষ নেতাদের কথায়। এই মুহূর্তে হরিয়ানায় রাজ্যসভার একটি আসন ফাঁকা। সংখ্যাধিক্যের বলে ওই আসনটি যাওয়ার কথা বিজেপির দখলে। তবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভুপেন্দ্র সিং হুডা জানিয়েছেন, হরিয়ানায় কংগ্রেসের কাছে সংখ্যার জোর নেই। থাকলে আমরা ভিনেশকে রাজ্যসভায় পাঠাতাম। তবে ১০-১৫ জন বিধায়ক যদি সমর্থন করেন, তাহলে আমরা ভিনেশকে রাজ্যসভায় পাঠাতে পারি।"
[আরও পড়ুন: সিবিআই জালে বন্দি কেজরি! ২০ আগস্ট পর্যন্ত বাড়ল জেল হেফাজত]
একই কথা শোনা গিয়েছে কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুডারও একই বক্তব্য। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, হরিয়ানা সরকারের উচিত ভিনেশ ফোগাটকে স্বর্ণপদক জয়ী হিসাবে গণ্য করা। এবং সেই মতো তাঁকে সবরকমভাবে সম্মানিত করা। হরিয়ানা সরকারের তরফেও ঘোষণা করা হয়েছে, পদকজয়ীর যা যা প্রাপ্য সবটাই দেওয়া হবে ভিনেশকে।
[আরও পড়ুন: জম্মু সামলাবে দেশের প্রাচীন আধাসামরিক বাহিনী! জঙ্গি দমনে নয়া কৌশল কেন্দ্রের]
এদিকে ভিনেশকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তাবে খাপ্পা তাঁর পরিবারের। কুস্তিগিরের জ্যেঠু মহাবীর ফোগাট বলে দিয়েছেন, "কংগ্রেস এখন রাজনৈতিক স্টান্টবাজি করছেন।" প্রাক্তন মুখ্যমন্ত্রী হুডাকে নিশানা করে তিনি বলে দেন, "এখন হুডা রাজ্যসভায় পাঠানোর কথা বলছেন। কিন্তু উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কেন ববিতা বা গীতাকে রাজ্যসভায় পাঠাননি। তখন তো সুযোগ ছিল। অনেক কিছু করার সুযোগ ছিল। কিছুই করেননি।"