সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিতে নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগ মিথ্যা, ভুয়ো। শনিবার সকালে ভাইরাল হওয়া ভিডিওতে এমনই দাবি করতে শোনা গিয়েছিল বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে। দিনভর তা নিয়ে চাপানউতোর কম হয়নি। সন্ধে গড়াতেই সেই বিজেপি নেতাই তাঁর ভাইরাল ভিডিও নিয়ে সিবিআই তদন্তের দাবি করলেন। গঙ্গাধর কয়ালের দাবি, ভিডিওতে যা শোনা যাচ্ছে, তা তাঁর কণ্ঠস্বর নয়। তা তৃণমূলের চক্রান্ত। এনিয়ে সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন তিনি। একই দাবি তুলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যও।
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে নেমে সন্দেশখালির (Sandeshkhali) তৃণমূল শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি (ED)। শাহজাহানের অনুগামীরা তদন্তকারীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার জল গড়ায় অনেক দূর। অশান্তির আবহে অভিযোগ উঠে আসে, সন্দেশখালিতে একাধিক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। জমি, ভেড়ির দখল নিয়েছে শাহজাহান অনুগামীরা। সেই অভিযোগের প্রেক্ষিতে গুচ্ছ-গুচ্ছ মামলাও হয়েছে। শুরু হয়েছে সিবিআই (CBI) তদন্ত। শনিবার সেই ধর্ষণের অভিযোগ নিয়েই প্রকাশ্যে এসেছে ভাইরাল ভিডিও (Viral Video)। যে ভিডিওয় স্থানীয় বিজেপি নেতা তথা সন্দেশখালি ২ নং ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালিতে ‘ধর্ষণের অভিযোগ সাজানো’। তাঁর দাবি, পুরো বিষয়টি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে। ‘খালি হাতে নয়’, টাকা-মদের বিনিময়ে এই সমস্ত কাণ্ড ঘটানো হয়েছে বলেও ভিডিও-তে দাবি করেছেন গঙ্গাধর।
[আরও পড়ুন: ‘দুঃখ’ মিটল কি? ডেরেকের বাড়িতে বৈঠক শেষে কী বললেন কুণাল?]
দিনভর এনিয়ে রাজনৈতিক মহলে তর্কবিতর্কের পারদ চড়েছে। যদিও গঙ্গাধর কয়াল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বারবার দাবি করেছেন, এটা তৃণমূলের (TMC) চক্রান্ত। ওই কণ্ঠস্বর তাঁর নয়। কেউ বা কারা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছে। এনিয়ে বসিরহাটের (Basirhat) বিজেপির প্রার্থী রেখা পাত্রর সাফ দাবি, ''উনি সংগঠনের লোক। এমন কথা বলতেই পারেন না। তৃণমূলের চক্রান্ত এটা।'' সন্ধেবেলা গঙ্গাধরবাবু নিজেই এই স্টিং অপারেশন নিয়ে সিবিআই তদন্তের দাবি করলেন। ইতিমধ্যেই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়েছেন।