shono
Advertisement

IND vs WI: ওয়ানডে-তে রেকর্ডের হাতছানি, শচীন-সৌরভের এলিট ক্লাবে ঢুকে পড়তে পারেন রোহিত-কোহলি

রোহিতও ব্যাটসম্যান হিসেবে ছাপিয়ে যেতে পারেন কোহলিকে।
Posted: 01:24 PM Feb 05, 2022Updated: 05:14 PM Feb 05, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার হাজারতম ওয়ানডে ম্যাচে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও খেলা নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনায় ভাটা পড়েনি। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজেই ফুলটাইম অধিনায়ক হিসেবে পথচলা শুরু রোহিত শর্মার। শুধু তাই নয়, ৬ ফেব্রুয়ারি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একাধিক রেকর্ডের হাতছানি ভারতীয় দলের হিটম্যানের বিরুদ্ধে। রোহিতের সঙ্গে জুটি বেঁধে নয়া ইতিহাস গড়তে পারেন বিরাট কোহলিও (Virat Kohli)।

Advertisement

আগামী কাল থেকে আহমেদাবাদে হতে চলা ওয়ানডে সিরিজ (India vs West Indies ODI Series) শুরু হওয়ার আগেই ভারতীয় দলে থাবা বসিয়েছে করোনা। কোভিড পজিটিভ (COVID-19) হয়ে ছিটকে গিয়েছেন শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়াররা। তবে সিরিজ হচ্ছেই। যেখানে এককালে বিশ্বের দুই সেরা ওপেনার সৌরভ গঙ্গোপাধ্যায় ও শচীন তেণ্ডুলকরের জুটির মতো এলিট তালিকায় ঢুকে পড়ার হাতছানি কোহলি-রোহিতের সামনে। আর ৯৪ রানের পার্টনারশিপ করতে পারলেই ওয়ানডের অষ্টম জুটি হিসেবে ৫০০০ রানের ক্লাবে ঢুকে পড়বেন তাঁরা। আপাতত তাঁদের সংগ্রহ ৪,৯০৬ রান রয়েছে তাঁদের ঝুলিতে। এই তালিকার শীর্ষে রয়েছেন শচীন-সৌরভ। ১৭৬টি ইনিংসে তাঁরা জুটিতে করেছিলেন ৮২২৭ রান। গড় ৪৭.৫৫।

[আরও পড়ুন: আরও বড় ধাক্কা, ক্যানসারে আক্রান্ত নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিস কেয়ার্নস]

এই তালিকায় আবার এগিয়ে রয়েছে রোহিত-ধাওয়ান জুটি। ১১২ ইনিংসে তাঁদের সংগ্রহ ৫০২৩ রান। গড় ৪৫.২৫। তবে দ্রুততম জুটি হিসেবে পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করবেন কোহলি-রোহিত। ৮১ ইনিংসে তাঁদের রান ৪৯০৬। গড় ৬৪.৫৫। আসন্ন ওয়ানডে-তে তাই নয়া মাইলস্টোন ছুঁতে পারেন তাঁরা।

এদিকে অধিনায়ক রোহিতও (Rohit Sharma) ব্যাটসম্যান হিসেবে ছাপিয়ে যেতে পারেন কোহলিকে। ভারতীয় হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে-তে সর্বোচ্চ রানের মালিক কোহলি। ৫টি সেঞ্চুরি-সহ তাঁর রান ১২৩৯। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৬ ম্যাচে রোহিতের সংগ্রহ ১০৪০ রান। রয়েছে তিনটি শতরান। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে দলে ফিরতে চলা হিটম্যান চেনা ছন্দে ধরা দিলে এই সিরিজে কোহলিকে ছুঁয়ে ফেলতেও পারেন। তবে ২০১৯-এর পর থেকে শতরানের খরা কাটাতে মরিয়া কোহলিও। এদিকে রোহিত শর্মা এদিন জানিয়ে দিয়েছেন আগামিকাল ওপেন করতে নামবেন ঈশান কিষানই।

[আরও পড়ুন: Exclusive: দেশের হয়ে খেলেছেন মা, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্বপ্ন দেখাচ্ছেন ছেলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement