সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হাফ সেঞ্চুরির হ্যাটট্রিক করেছেন শ্রেয়স আইয়ার। বিরাট কোহলির অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাট করার সুযোগকে দারুণ ভাবে কাজে লাগিয়েছেন আইপিএলে নাইট দলের নেতা। আর তারপর থেকেই ক্রিকেট মহলে এক অদৃশ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কোহলি দলে ফিরলে কোথায় খেলবেন শ্রেয়স? নাকি কোহলির লাগাতার অফ ফর্মের কথা মাথায় রেখে রোহিত দলে বেশি গুরুত্ব দেবেন শ্রেয়সকেই? এবার সেই আলোচনাকেই ঢুকে পড়লেন সুনীল গাভাসকর।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজের তিন ম্যাচে যথাক্রমে ৫৭, ৭৪ এবং ৭৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন শ্রেয়স। তাঁর দুর্দান্ত ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। তবে গাভাসকর মনে করছেন, ভারতীয় দলে (Team India) এখনও কোহলির বিকল্প তৈরি হয়নি। বর্তমানে ফর্মে না থাকলেও ভারতীয় দলে তিনি অপরিহার্য।
[আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিলেন ঝুলনরা, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ছন্দে ভারত]
শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল কোহলিকে। যে কারণে তিন নম্বরে খেলার সুযোগ পান শ্রেয়স। কোহলি দলে থাকার সময় সাধারণত চার অথবা পাঁচ নম্বরে পাঠানো হয়ে থাকে শ্রেয়সকে। কিন্তু লঙ্কাবাহিনীর বিরুদ্ধে তাঁর দুরন্ত পারফরম্যান্সের পর শ্রেয়স (Shreyas Iyer) জানিয়েছেন, তাঁর পছন্দের ব্যাটিং করার জায়গা তিন নম্বরই। তবে গাভাসকর চান, তিন নম্বরে খেলুন কোহলিই। তাঁর কথায়, “সত্যিই এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিরাট কোহলিকে বদল করা সম্ভব নয়। ও যে তিন নম্বরেই খেলবে, সে নিয়ে কোনও সন্দেহই নেই। সেক্ষেত্রে শ্রেয়সকে চার অথবা পাঁচ নম্বরে ব্য়বহার করা যেতে পারে। ফর্মে থাকা সূর্যকুমারকেও প্রথম দলে রাখতে হবে।” তবে গাভাসকরের সঙ্গে একমত হতে পারছেন না আকাশ চোপড়া। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে, রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন কোহলি (Virat Kohli)। সেক্ষেত্রে টি-২০ ফরম্যাটে তিন নম্বরেই খেলানো যাবে শ্রেয়সকে। এবার দেখার টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত এ নিয়ে কী সিদ্ধান্ত নেয়।
এদিকে, ফুলটাইম নেতৃত্বের দায়িত্ব নিয়েই পরপর সিরিজ জিতছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে প্রাক্তন ভারতীয় উইকেটকিপার সাবা করিমের পরামর্শ, রোহিতের বেশি করে ব্যাটিংয়েই ফোকাস করা উচিত। অধিনায়কত্ব তাঁর অতিরিক্ত দায়িত্ব। অতীতে দেখা গিয়েছে, নেতৃত্বের চাপে ব্যাটিং থেকে ফোকাস নষ্ট হয়েছে। করিম চান না রোহিতের ক্ষেত্রেও তেমনটা হোক।