সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ অবস্থাতেই কি আহমেদাবাদ টেস্টে নেমেছেন বিরাট কোহলি? শরীর খারাপ নিয়েই কি দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে টেস্টে কামব্যাক করলেন তিনি? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি ১৮৬ রান করার পর অনুষ্কা শর্মার পোস্ট কিন্তু সে প্রশ্নই উসকে দিল।
দীর্ঘদিন ব্যাটে রানের খরা যে একজন জাতীয় স্তরের ব্যাটারের কাছে কতটা যন্ত্রণার, তা বিরাট কোহলির (Virat Kohli) থেকে বেশি আর কে বুঝবেন! ২০১৯ সালের পর শুধু অপেক্ষা দীর্ঘায়িত হয়েছে। কিন্তু ব্যাট কথা বলেনি। উলটে ধেয়ে এসেছে হাজারো নিন্দা-সমালোচনা। এমন কঠিন সময়ে অবশ্য পাশে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। স্বামীর প্রতি তাঁর বিশ্বাস ছি ১০০ শতাংশ। সেই বিশ্বাসের মর্যাদা রেখে আহমেদাবাদ টেস্টে অবশেষে কেটেছে রানের খরা। সেঞ্চুরি হাঁকিয়ে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন কিং কোহলি। তাই তো শতরান করে স্ত্রীকেই তা উৎসর্গ করেন তিনি। এর আগে গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে শতরানের পরও বাগদানের আংটিতে চুমু খেয়েছিলেন কোহলি। এদিনও একই ভাবে সেলিব্রেট করলেন।
[আরও পড়ুন: শুভেন্দুর সুপারিশে ১৫০ জনের চাকরি! ‘তদন্ত হোক’, গ্রুপ সি’র নথি দেখিয়ে দাবি কুণালের]
অতীতে বিরাটের জন্য বহুবার সমালোচনার মুখে পড়তে হয়েছে অনুষ্কাকে। এমনকী তারকার খারাপ ফর্মের জন্যও অনুষ্কাকেই দায়ি করা হয়েছে একাধিকবার। এই সেলিব্রেশনের মাধ্যমে সেসব সমালোচনারই যেন নিঃশব্দে জবাব দিলেন কোহলি। একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে একই সেলিব্রেশনে রচিত হল প্রেমের কবিতা।
কিন্তু তিনি কি অসুস্থ অবস্থাতেই এহেন নজির গড়লেন? অনুষ্কার (Anushka Sharma) পোস্ট কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিরাটের ২৮তম টেস্ট সেঞ্চুরির মুহূর্তটি তুলে ধরেছেন অনুষ্কা। সঙ্গে লিখেছেন, “অসুস্থতা সত্ত্বেও কেউ এভাবে তোমার ধৈর্য ধরে খেলাই আমায় অনুপ্রেরণা দেয়।” তবে বিরাট অসুস্থতা নিয়েই চতুর্থ টেস্টে নেমেছেন কি না, তা নিয়ে বিসিসিআইয়ের তরফে কোনও আপডেট দেওয়া হয়নি। তবে কোহলির ফর্ম দেখে বোঝার উপায় নেই যে তিনি অসুস্থ।