সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হারতে হারতে খাদের কিনারায় চলে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। সবাই ধরেই নিয়েছিল বিরাট কোহলিরা (Virat Kohli) প্লে অফে পৌঁছতেই পারবে না। কোহলির ব্যাট কথা বলতে শুরু করে আইপিএলে। টানা পাঁচ ম্যাচ জিতে আরসিবি এখনও টিকে রয়েছে প্লে অফের দৌড়ে।
শনি সন্ধ্যায় চিন্নাস্বামীতে ধোনি-কোহলি দ্বৈরথ। তার আগে কোহলি তাঁর নিন্দুকদের জবাব দিলেন। বলা ভালো কোহলি জবাব দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরকে।
লিটল মাস্টার কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন কোহলি।
[আরও পড়ুন: শুধু শ্বশুর সুনীল শেট্টি নন, এবার ‘শর্মাজি কা বেটা’কে সমর্থন করবেন রাহুলও, কিন্তু কেন?]
এবার সেই বিষয়ে ফের মুখ খুললেন কোহলি। তিনি বললেন, ''সব বিষয়ে প্রতিক্রিয়া আমি দিই না। মাঠে কী করতে পারি তা আমার জানা রয়েছে। আমার দক্ষতা নিয়ে কাউকে বলার কিছু নেই। ম্যাচ কীভাবে জিতব, তা নিয়ে কখনও কাউকে আমি প্রশ্ন করিনি। কারওর কাছে জিজ্ঞাসাও করিনি। অভিজ্ঞতা আমাকে অনেককিছু শিখিয়েছে। এগুলো হঠাৎ করে হয়নি। ধরুন একটা বা দুটো ম্যাচ আমি জিতিয়েছি, কিন্তু দাঁড়িয়ে থেকে যদি বারবার ম্যাচ জেতাই তাহলে সেটা বাই চান্স হয় না।''
২৮ এপ্রিল গুজরাট টাইটান্সকে হারানোর পর স্ট্রাইক রেট নিয়ে সমালোচকদের কড়া জবাব দেন কোহলি। সেই সময়ে 'কিং কোহলি'কে বলতে শোনা গিয়েছিল, ''আমার বিশ্বাস সবাই আমার স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে না। আমি স্পিন খেলতে পারি কিনা সেই নিয়ে তারাই আলোচনা করছে যারা এসব নিয়ে কথা বলতে ভালোবাসে। আমার কাছে দলকে জেতানোই আসল। গত ১৫ বছরে সেটাই করে আসছি। জানি না যারা একটা জায়গায় বসে এই কথাগুলো বলছেন তাঁরা ওই পরিস্থিতিতে পড়েছেন কিনা।''