সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির নজির ছোঁয়ার মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে। তার মধ্যেই মাঠের বাইরে নতুন নজির গড়লেন কিং কোহলি। সবচেয়ে বেশি সার্চ করা খেলোয়াড়দের তালিকায় প্রথম পাঁচে উঠে এসেছে তাঁর নাম। ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে বিরাটের নামই।
চলতি বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রায় প্রত্যেক ম্যাচেই বড় রান করেছেন বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার পর সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র পাঁচ রানের জন্য় তাঁর শতরান হাতছাড়া হয়। তিনটি হাফ সেঞ্চুরি-সহ ৩৫৪ রান করে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
[আরও পড়ুন: যত রহস্য বেজিংয়ে! দুই মন্ত্রী উধাও, এবার আরও দুজনকে সরিয়ে দিল চিন]
বিশ্বকাপ চলাকালীনই প্রকাশিত হয়েছে গুগলের পরিসংখ্যান। সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে কোন খেলোয়াড়ের নাম, সেই তালিকা প্রকাশ করেছে গুগল। সেখানেই প্রথম পাঁচে রয়েছে বিরাটের নাম। তালিকার শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার পরেই রয়েছেন ফুটবল দুনিয়ার দুই মহাতারকা- লিওনেল মেসি ও নেইমার। সবচেয়ে বেশি সার্চ করা ক্রীড়াবিদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বাস্কেটবল তারকা লেব্রঁ জেমস।
তার পরেই পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি। ২০২৩ সালে ৬.৮ কোটি বার গুগলে সার্চ করা হয়েছে তাঁর নাম। বিশ্বের আর কোনও ক্রিকেটারের নাম এতবার সার্চ করা হয়নি। এই সংখ্যাটা চলতি বছরে আরও বাড়তে পারে বলেই বিশেষজ্ঞদের অনুমান। কারণ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন আরও বেশ কয়েকবার নেটিজেনদের আলোচনার তুঙ্গে উঠে আসতে পারে কিং কোহলির নাম। সেক্ষেত্রে বিরাটের জন্য সার্চও বাড়বে।