সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপেই (ICC World Cup 2023) ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এবার ওয়ানডে বিশ্বকাপের নিজের প্রথম উইকেটও তুলে নিলেন বিরাট কোহলি। তাও বিপক্ষ অধিনায়কের উইকেট! গ্যালারিতে বসে সেই দৃশ্য দেখে হাসিতে ফেটে পড়লেন কোহলিপত্নী অনুষ্কা শর্মাও। প্রসঙ্গত, আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট পেয়েছেন ভারতের অন্যতম সেরা ব্যাটার। তবে ওয়ানডে কেরিয়ারে প্রায় দশ বছর পরে ফের উইকেট নিলেন বিরাট।
বিশ্বকাপের মাঝেই ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেন, প্রয়োজন পড়লে বিরাটকে দিয়ে বল করানো যেতে পারে। বাংলাদেশ ম্যাচে হার্দিক পাণ্ডিয়া চোট পাওয়ার পরে তিনটি ডেলিভারি করেন বিরাট। সেই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, “হ্যাঁ এটা ঠিক যে আমাদের কাছে ষষ্ঠ বোলার নেই। তবে আমাদের কাছে ‘রং ফুটেড ইনসুইংগার’ বোলার আছে। যে বেশ কিছু ওভার হাত ঘোরাতেই পারে। তাকে বোলিং করতে দেখার জন্য সমর্থকরা গলা ফাটিয়ে দিচ্ছিল।”
[আরও পড়ুন: ডাচদের বিরুদ্ধে শতরানের সঙ্গে জোড়া রেকর্ড! কী বলছেন লোকেশ রাহুল?]
প্রথম পাওয়ার প্লে শেষ হতেই বোলার বিরাটকে আক্রমণে আনেন অধিনায়ক রোহিত শর্মা। ২৫তম ওভারেই বাজিমাত। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাটের কাণা ছুঁয়ে যায় বিরাটের ডেলিভারি। সোজা সেই বল লুফে নেন উইকেটকিপার কে এল রাহুল। উচ্ছ্বাসে ফেটে পড়ে বিরাটের আইপিএলের ‘ঘরের মাঠ’ চিন্নাস্বামী। এদিন ম্যাচ দেখতে হাজির ছিলেন অনুষ্কা শর্মা। স্বামীকে উইকেট নিতে দেখে শূন্যে দুহাত ছুড়ে সেলিব্রেট করেন। বলিউড অভিনেত্রীর এই ভিডিও নিমেষে ভাইরাল।
কোচের সেই কথার প্রতিফলন দেখা গেল নেদারল্যান্ডস ম্যাচে। প্রথম থেকেই ভারতীয় দলের তরফে বলা হচ্ছিল, ডাচদের বিরুদ্ধে ম্যাচ আসলে সেমিফাইনালের প্রস্তুতি। সেই প্রস্তুতির অঙ্গ হিসাবেই বিরাট ছাড়াও এদিন বল করেন শুভমান গিল, সূর্যকুমার যাদবরা। তাঁদের সঙ্গে বল করেন ভারতের প্রধান বোলাররাও।