সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলিবাগে ফার্মহাউস বানানোর পরিকল্পনা করছেন বিরাট কোহলি। বিপুল অর্থ খরচ করে নাকি বিলাসবহুল ফার্মহাউস তৈরি করতে চলেছেন মিস্টার অ্যান্ড মিসেস কোহলি। এমন খবর ছড়িয়ে পড়তেই তেলে বেগুনে জ্বলে উঠলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
সম্প্রতি শোনা গিয়েছিল, আলিবাগের জিরাদ গ্রামে আট একর জমি কিনছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দিন কয়েক আগে নাকি তাঁরা সেই সম্পত্তি দেখতেও গিয়েছিলেন। শুধু তাই নয়, আলিবাগের এই ফার্মহাউসে নাকি ক্রিকেট পিচও তৈরি করবেন তিনি। অর্থাৎ পেষাদার ক্রিকেট থেকে বিরতি নিয়ে যখন মহারাষ্ট্রের এই ফার্মহাউসে সময় কাটাবেন, তখন টুকটাক ক্রিকেটো চলবে এখানে। কিন্তু এই সমস্ত পরিকল্পনা সামনে আসার পর কোহলি যা প্রতিক্রিয়া দিলেন, তাতে কার্যত অবাক অনেকেই। তিনি নাকি এমন কোনও সম্পত্তিই কিনছেন না!
[আরও পড়ুন: ‘আমাদের বন্ধুত্ব অটুট থাকবে’, পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বার্তা চিনের]
নিজের সোশ্যাল অ্যাকাউন্টে কোহলি জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি লেখেন, “যারা ছোট থেকে খবরের কাগজ পড়ে, তারাও এখন ভুয়ো খবর ছাপছে।” অর্থাৎ ফার্মহাউস তৈরির খবর যে নেহাতই গুজব, তা স্পষ্ট করে দিলেন কোহলি।
উল্লেখ্য, সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে তাঁর আয়ের খবর নিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন কোহলি। এই সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট করলেই ঝুলিতে ঢোকে প্রায় ১২ কোটি টাকা! এমন খবরই চাউর হয়ে যায়। কিন্তু কোহলি জানিয়ে দিয়েছিলেন, এ তথ্য একেবারেই সঠিক নয়। টুইট করে তিনি জানান, “আমি আমার জীবনে যা পেয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমার আয়ের যে খবর ঘুরে বেড়াচ্ছে, তা একেবারেই সঠিক নয়।”