shono
Advertisement

রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত বিরাট-শচীন, তালিকায় ৮ হাজার বিশেষ অতিথি!

কারা রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়?
Posted: 09:29 AM Dec 06, 2023Updated: 09:30 AM Dec 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর দেড় মাসও বাকি নেই। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর তার পরই ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রাম লালার। ঐতিহাসিক সেই মুহূর্তের অপেক্ষায় গোটা দেশ। আমন্ত্রিতদের তালিকাও দীর্ঘ। সেই তালিকাতেই রয়েছেন রিবাট কোহলি এবং শচীন তেণ্ডুলকরও।

Advertisement

২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), আরএসএস প্রধান মোহন ভাগবৎ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে মোট ৮ হাজার বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন দুই তারকা শচীন তেণ্ডুলকর এবং বিরাট কোহলি (Virat Kohli)। যদিও এবিষয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, তালিকায় যেমন থাকছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার তেমনই আমন্ত্রণ জানানো হয়েছে মুকেশ আম্বানি, রতন টাটার মতো শিল্পপতিদেরও।

[আরও পড়ুন: ‘সলমনও একমত হবেন…’, বলি তারকাদের সামনেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রশংসায় সৌরভ]

এছাড়াও ভারতীয় সেনার প্রতিনিধি, বিশিষ্ট আইনজীবী, বিজ্ঞানী, কবি, সাহিত্যিক থেকে পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপ্তরাও আমন্ত্রিত থাকবেন। তাঁদের ই-মেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাকি ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের এক কর্মী জানান, ৮ হাজার আমন্ত্রিতর মধ্যে প্রায় ৬ হাজারই ধর্মগুরু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হবেন তাঁরা।

উল্লেখ্য, চলতি বছর সেপ্টেম্বরে বারাণসী স্টেডিয়ামের শিলান্যাসে উপস্থিত ছিলেন মাস্টার ব্লাস্টার। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। এবার রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দিন তিনি হাজির থাকেন কি না, সেটাই দেখার। এদিকে আবার ২৫ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ভারতের। তাই কোহলি আদৌ উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিশ্চিত নয়।

[আরও পড়ুন: বকেয়া ইস্যুতে সরাসরি বৈঠক হোক মোদি-মমতার, সুদীপকে পরামর্শ গিরিরাজের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement