সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা। অধিনায়ক রোহিত শর্মার পরে এবার চোট পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপ সেমিফাইনাল (T20 World Cup) খেলতে নামার ঠিক আগের দিনই নেটে চোট পেলেন তিনি। অনুশীলনের সময়ে হর্ষল প্যাটেলের বলে কুঁচকিতে চোট পান বিরাট। যন্ত্রণায় মাটিতে বসে পড়তে দেখা যায় তাঁকে। চলতি বিশ্বকাপে ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ বিরাট। তাঁর চোট পাওয়ার ঘটনায় স্বভাবতই চিন্তায় পড়ে গিয়েছে ভারতীয় সমর্থকরা।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে ভারতীয় দল। তার আগের দিনই নেটে ব্যাট করার সময়ে চোট পান বিরাট। হর্ষল প্যাটেলের বল আছড়ে পড়ে তাঁর কুঁচকিতে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। মাটিতে বসে যন্ত্রণায় কুঁকড়ে যান তিনি। বেশ খানিকক্ষণ ওই অবস্থাতেই বসে থাকতে দেখা যায় বিরাটকে। তাঁর চোট পাওয়ার মুহূর্তের ভিডিও বেশ ছড়িয়ে পড়েছে।
[আরও পড়ুন: ‘কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া বড় ভুল’, বিস্ফোরক স্বীকারোক্তি ব্লাটারের]
তবে সাময়িকভাবে ভারতীয় সমর্থকদের রক্তচাপ বাড়লেও পরে তাঁরা আশ্বস্ত হন। কারণ যন্ত্রণা ভুলে ফের উঠে দাঁড়ান কিং কোহলি। ব্যাট হাতে ফের অনুশীলন শুরু করেন তিনি। প্রসঙ্গত, সেমিফাইনালে নামার দু’দিন আগে একইভাবে নেটে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। থ্রো-ডাউন নিতে গিয়ে ডান হাতের কবজিতে চোট পেয়েছিলেন তিনি। তবে সেখানেও চোটের মাত্রা খুব একটা গুরুতর ছিল না।
অন্যদিকে, সেমিফাইনালের আগে চোট-আঘাতের সমস্যায় ভুগছে ভারতের প্রতিপক্ষও। জানা গিয়েছে, ইংল্যান্ডের দুই পেসার মার্ক উড ও ক্রিস ওকস চোট পেয়েছেন। ভারতের বিরুদ্ধে তাঁরা আদৌ খেলতে পারবেন কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে। সুপার ১২ পর্যায়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ইংল্যান্ড ব্যাটার ডেভিড মালানও। সব মিলিয়ে, মরণ-বাঁচন ম্যাচে নামার আগে দুই দলই চোট আঘাতে জর্জরিত হয়ে পড়েছে।