সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে শচীন তেণ্ডুলকরকে ছোঁয়ার হাতছানি ছিল বিরাট কোহলির সামনে। আর ৫০৫ রান করলে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের রানপ্রাপকদের তালিকার শীর্ষে পৌঁছে যাবেন তিনি। তবে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৮ রানেই প্যাভিলিয়নে ফিরতে হয় কোহলিকে। যদিও তাতেও নয়া রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি।
মঙ্গলবার সেঞ্চুরিয়ানে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে টপকে গেলেন কোহলি (Virat Kohli)। ২০১৯-২০২৫ মরশুমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন তিনি। ৫৭ ইনিংসে প্রাক্তন ভারত অধিনায়কের সংগ্রহ ২১০১ রান। সেখানে ৪২ ইনিংসে রোহিত করেছেন ২০৯৭ রান। কোহলি এবং রোহিতের (Rohit Sharma) পরই এই তালিকায় রয়েছেন চেতেশ্বর পূজারা। ৬২ ইনিংস খেলে তিনি করেছিলেন ১৭৬৯ রান। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে অজিঙ্ক রাহানে এবং ঋষভ পন্থ। ৪৯ ইনিংসে পূজারার সংগ্রহ ১৫৮৯ রান। পন্থ করেছেন ৪১ ইনিংসে ১৫৭৫।
[আরও পড়ুন: ডিসেম্বর শেষে উধাও শীত, নতুন বছরে ফিরবে ঠান্ডা? জানাল হাওয়া অফিস]
টেস্টের প্রথম দিন ৬৪ বলে ৩৮ রান করে আউট হন কোহলি। রাবাদার নিখুঁত লেট সুইংয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। দুই টেস্টের এই সিরিজে মাস্টার ব্লাস্টারের মাইলস্টোন স্পর্শ করতে সবকটি ইনিংসেই বড় রান করতে হবে কোহলিকে।
উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করে আট উইকেট খুইয়ে ২০৮ রান করে ভারত। বৃষ্টির ভ্রুকুটি আর খারাপ আলোর জন্য সময়ের খানিক আগেই খেলা শেষ হয়ে যায়। দিনের শেষে ক্রিজে অপরাজিত থাকেন কেএল রাহুল (৭০*) এবং মহম্মদ সিরাজ (০*)।