shono
Advertisement
Ranveer Allahbadia Virat Kohli

মা-বাবার যৌনতা নিয়ে অশ্লীল রসিকতা, রণবীর এলাহাবাদিয়াকে 'সবক' শেখালেন বিরাট কোহলি

কিং কোহলিকে 'বিয়ার বাইসেপস'-এ আমন্ত্রণ জানানোর স্বপ্ন বিশ বাঁও জলে রণবীরের!
Published By: Sandipta BhanjaPosted: 02:35 PM Feb 13, 2025Updated: 02:35 PM Feb 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা বিতর্কিত মন্তব্যের জেরেই রাতারাতি বদলে গেল রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) জীবন! মা-বাবার যৌনতা নিয়ে ইউটিবারের অশ্লীল রসিকতায় চটেছে গোটা দেশ। একের পর এক কটাক্ষাবাণে হু হু করে কমেছে এলাহাবাদিয়ার সাবস্ক্রাইবারের সংখ্যাও। এবার রণবীর এলাহাবাদিয়াকে 'সবক শেখালেন' বিরাট কোহলি (Virat Kohli)।

Advertisement

ইউটিবারের স্বপ্ন ছিল কিং কোহলিকে নিজের শোয়ে আমন্ত্রণ জানাবেন। কারণ ইতিমধ্যেই তাঁর টক শোয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রী থেকে বহু ক্রিকেট তারকা ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ারের হাঁড়ির খবর নিয়ে মুখ খুলেছেন। সেই তালিকায় বিরাটের নামও রেখেছিলেন তিনি। রণবীরের ইচ্ছে ছিল তাঁর পডকাস্টে কোনওদিন হয়তো কিং কোহলি হাজির হবেন। একাধিকবার বিরাটের অন্ধভক্ত হিসেবে নিজেকে জাহিরও করেছেন। তবে সেই স্বপ্ন এবার বিতর্কের জেরে ধূলিস্যাৎ! জানা গেল, রণবীর এলাহাবাদিয়াকে সোশাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন 'সুপারস্টার ক্রিকেটার'। উল্লেখ্য, চলতি বিতর্কের মাঝেই কোহলি তাঁকে 'আনফলো' করেছেন কিনা, সেই তথ্য নিয়ে দ্বিমত থাকলেও নেটপাড়ার একাংশের কিন্তু নজর এড়ায়নি বিষয়টি। তাঁদের দাবি, এই চলতি বিতর্কের জেরেই এলাহাবাদিয়াকে 'আনফলো' করে দিয়েছেন বিরাট কোহলি। তাঁদের মন্তব্য, 'এইবার বিরাটকে নিজের পডকাস্টে নিয়ে আসার স্বপ্ন অধরাই থাকবে রণবীর এলাহাবাদিয়ার।'

২০২৪ সালে বিরাটের জন্মদিনের তাঁর এবং অনুষ্কার সঙ্গে ছবি দিয়ে নিজের ফ্যানবয় মোমেন্টের কথা জানিয়েছিলেন ইউটিউবার। সংশ্লিষ্ট পোস্টে কিং কোহলিকে কিংবদন্তী বলেও আখ্যা দেন। তবে কমেডির নামে যে অশ্লীল ভাঁড়ামোর অভিযোগ এবার উঠেছে এলাহাবাদিয়ার বিরুদ্ধে, তার জেরে বিরাট কোহলি নিজেই আনফলো করে দিলেন ইউটিউবারকে। “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম পুরোপুরি বন্ধ করতে উদ্যত হবে?” এহেন কুৎসিত মন্তব্য করে বিতর্কের শিরোনামে রণবীর এলাহাবাদিয়া। তোলপাড় গোটা দেশ। ছিছিক্কার সর্বত্র। ‘ভারতীয় সংস্কৃতি’, ‘পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য’কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে একাধিক রাজ্যের থানায় অভিযোগ দায়ের হয়েছে। আইনি বিপাকের জেরে ক্ষমা চেয়েও চিঁড়ে ভেজেনি! অসম থেকে মহারাষ্ট্র, দেশের একাধিক থানায় রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। এখানেই শেষ নয়! সমাজমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে হুড়মুড় করে সাবস্ক্রাইবার কমতে শুরু করেছে ‘বিয়ার বাইসেপস’-এর। জানা গিয়েছে, ১০ লক্ষ ফলোয়ার ইতিমধ্যেই খুইয়েছেন তিনি। সেই তালিকায় কিন্তু বিরাট কোহলিও রয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কটাক্ষাবাণে হু হু করে কমেছে এলাহাবাদিয়ার সাবস্ক্রাইবারের সংখ্যাও। এবার রণবীর এলাহাবাদিয়াকে 'সবক শেখালেন' বিরাট কোহলি।
  • কিং কোহলিকে 'বিয়ার বাইসেপস'-এ আমন্ত্রণ জানানোর স্বপ্ন বিশ বাঁও জলে রণবীরের!
  • রণবীর এলাহাবাদিয়াকে সোশাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন 'সুপারস্টার ক্রিকেটার'।
Advertisement