সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের বিয়ের জন্য অল্প অল্প করে টাকা জমানো প্রায় সব বাবা-মারই প্রাথমিক লক্ষ্য থাকে৷ মেয়ে সাবালিকা হওয়ার অর্থই যেন বিয়ের জন্য তৈরি হয়ে ওঠা৷ কিন্তু ভারতীয় কিংবদন্তি বীরেন্দ্র শেহবাগ সমাজকে অন্য খাতে অর্থ লগ্নি করার পরামর্শ দিচ্ছেন৷ তাঁর মতে, মেয়েদের শিক্ষার খাতে অর্থ বিনিয়োগই হল যে কোনও সমাজের ক্ষেত্রে সবচেয়ে ভাল বিনিয়োগের জায়গা৷
(ফেসবুকে LIVE গণধর্ষণ, প্রতিবাদে উত্তাল নেটদুনিয়া)
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে পুরুষদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলার চেষ্টা করে চলেছে নারীরা৷ কোনও কোনও ক্ষেত্রে আবার পুরুষদেরও পিছনে ফেলে দিচ্ছেন৷ কয়েেনর উল্টো পিঠের মতো সেই নারীরাই সমাজে এখনও অসহায়৷ ভ্রূণহত্যা, ধর্ষণ, পণ প্রথা, পারিবারিক নির্যাতনে জর্জরিত তাঁরা৷ প্রতিদিনই মহিলাদের সার্বিক উন্নয়ন নিয়ে কথা হয়৷ নারীদের সমান অধিকার নিয়ে সরব হয় বুদ্ধিজীবীমহল৷ শেহবাগের মতে, সমাজে মহিলাদের উন্নতির প্রধান হাতিয়ার হল শিক্ষা৷ একমাত্র শিক্ষিত হয়ে উঠতে পারলেই সমাজে নিজেদের অধিকারের জন্য লড়াই করতে পারবে নারী৷ নানা বিষয় ও ব্যক্তি নিয়ে টুইটারে মশকরা করা বীরু এবার এই গম্ভীর বিষয় নিয়েই টুইট করলেন৷ সঙ্গে তাঁর বিশ্বাস, এই দেশ মহিলাদের সঙ্গে রয়েছে৷
(ঘরোয়া ক্রিকেটে প্রথম দ্বিশতরান করে বাজিমাত ঋদ্ধির)
আসন্ন আইপিএল মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির স্ট্র্যাটেজি নির্ণায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে৷ অর্থাৎ ফের বাইশ গজের কাছাকাছি ফিরতে চলেছেন তিনি৷ তবে ক্রিকেট ছাড়াও দেশ দুনিয়ার সব খবরই রাখেন তিনি৷ আর তাই সমাজে বাড়তে থাকা নারী নির্যাতনের প্রতিবাদেই এমন টুইট শেহবাগের৷
The post সমাজকে এই খাতেই বিনিয়োগের পরামর্শ শেহবাগের appeared first on Sangbad Pratidin.