shono
Advertisement

ওসামা বিন লাদেনকে বড় পর্দায় আনছেন বিশাল ভরদ্বাজ

যদিও এখনই এ ব্যাপারে বিশেষ কিছু খোলসা করতে নারাজ পরিচালক৷ The post ওসামা বিন লাদেনকে বড় পর্দায় আনছেন বিশাল ভরদ্বাজ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:48 PM Sep 26, 2017Updated: 12:18 PM Sep 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওসামা বিন লাদেন মানেই হাজারও মিথ৷ গল্পকাহিনি৷ মৃত্যুর পরও তাকে নিয়ে গল্পগাছার শেষ নেই৷ বিভিন্ন সূত্রে আজও নতুন নতুন কিসসা ভেসে ওঠে৷ এবার বড় পর্দায় ফুটে উঠবে ওসামা বিন লাদেনের গোপন জীবনের কথা৷ সৌজন্যে, বিশাল ভরদ্বাজ৷  লাদেন ও আল কায়েদার কাহিনিই তাঁর পরবর্তী ছবির বিষয়৷

Advertisement

জ্যাকলিনের গাড়িতে পোশাকবিহীন অবস্থায় বরুণ, ফাঁস ভিডিও ]

ইতিমধ্যেই লাদেন হত্যার কাহিনি উঠে এসেছে হলিউডের ‘জিরো ডার্ক থার্টি’ ছবিতে৷ তবে তাতে প্রাধান্য পেয়েছিল লাদেন হত্যার অভিযান৷ তবে তার আগের কথা, অর্থাৎ লাদেনের কাজ ও আল কায়েদার অভ্যন্তরের চিত্রটি তুলে ধরতে চান বিশাল৷ সেক্ষেত্রে তাঁর ছবিটিকে ‘জিরো ডার্ক থার্টি’র প্রিকুয়েল বলা যায়৷ দুই ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের লেখা একটি বই এই মুহূর্তে ঘুরছে বিশালের হাতে৷ তা থেকেই তথ্য আহরণ করছেন তিনি৷ মূলত এই বইকে ভিত্তি করে বিশাল সাজাবেন তাঁর চিত্রনাট্য৷ আর হিন্দি সিনেমার দুনিয়া জানে, যখনই এরকম কোনও বিষয় নিয়ে তিনি সিনেমা করেন তখন তা মাস্টারপিস হয়ে ওঠে৷ তাঁর এখনও পর্যন্ত শেষ সিনেমা ‘রঙ্গুন’ অবশ্য বাজিমাত করতে পারেনি৷ কিন্তু তার আগের ছবি ‘হায়দার’-এ যেভাবে কাশ্মীর সমস্যা তুলে ধরেছিলেন বিশাল, তাতে তাঁকে কুর্নিশ জানিয়েছে সিনেদুনিয়া৷ তাই লাদেনকে নিয়ে সিনেমা মানেই যে কুখ্যাত জঙ্গিকে গ্লোরিফাই করা হবে এমনটা নয়৷ সাধারণত বলিউডি চিত্রনাট্যে তাই করা হয়ে থাকে৷ কিন্তু বিশালের দৃষ্টিভঙ্গিই অন্যরকম৷ তাই সময়-রাজনীতি-আন্তর্জাতিক সমীকরণ ও ওসামা বিন লাদেন এই যোগসূত্রই তিনি তৈরি করছেন তাঁর চিত্রনাট্যে৷ যদিও এখনই এ ব্যাপারে বিশেষ কিছু খোলসা করতে নারাজ পরিচালক৷ তবে এ খবর চাউর হওয়া মাত্র সিনেপ্রেমীদের মধ্যে যে নয়া উত্তেজনা দেখা দিয়েছে, তা বলাই বাহুল্য৷

[ OMG! এ কেমন ভিডিও পোস্ট করলেন সানি লিওন! ]

The post ওসামা বিন লাদেনকে বড় পর্দায় আনছেন বিশাল ভরদ্বাজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার