shono
Advertisement

ফের বিতর্কে বিশ্বভারতী, জাতি বৈষম্যমূলক মন্তব্য করে ছাত্রকে অপমান, গ্রেপ্তার অধ্যাপক

অভিযোগ, অর্থনীতি বিভাগের ছাত্রের জাত তুলে কটূক্তি করেছিলেন তিনি।
Posted: 09:59 PM Apr 10, 2022Updated: 10:01 PM Apr 10, 2022

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: ছাত্রের প্রতি জাতিবৈষম্যমূলক মন্তব্য করে গ্রেপ্তার বিশ্বভারতীর (Vishva Bharati) অধ্যাপক সুমিত বসু৷  শান্তিনিকেতন (Santiniketan) থানার পুলিশের একটি বিশেষ দল রবিবার কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে শান্তিনিকেতন নিয়ে আসা হচ্ছে। সোমবার বোলপুর মহকুমা আদালতে তোলা হবে অধ্যাপক সুমিত বসু। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিশ্বভারতীর ছাত্র সোমনাথ সৌ৷

Advertisement

অভিযোগ, উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌ-কে প্রকাশ্য রাস্তায় জাতি বৈষম্যমূলক ব্যঙ্গ করেন সুমিত বসু। তিনি বিশ্বভারতীর সংগীতভবনের মণিপুরী বিভাগের অধ্যাপক৷ এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করে সোমনাথ। সিউড়ি জেলা আদালত অধ্যাপক সুমিত বসুর জামিন খারিজ করে দেয় এবং গ্রেপ্তারের নির্দেশ দেয়৷ এই অবস্থায় সুমিত বসু কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্ট তাঁর মামলা গ্রহণ করেনি৷

[আরও পড়ুন: ফের গণকবরের সন্ধান মিলল কিয়েভের কাছে, ইউক্রেনের দাবি ঘিরে চাঞ্চল্য]

এরপরেই রবিবার শান্তিনিকেতন থানার পুলিশ তাঁকে কলকাতা থেকে গ্রেপ্তার (Arrested) করে৷ জানা গিয়েছে, পুলিশের একটি বিশেষ দল কলকাতা থেকে বিশ্বভারতীর অধ্যাপককে গ্রেপ্তার করে শান্তিনিকেতন নিয়ে আসছে৷ এই প্রসঙ্গে অভিযোগকারী ছাত্র সোমনাথ সৌ বলেন, “আমাকে নিচু জাতের বলে নানান কটূক্তি করেছিলেন উনি। একজন অধ্যাপক হয়ে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কথা কীভাবে বলতে পারেন, আমি জানি না। আমি ওঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলাম।” এই ঘটনায় ফের বিতর্কের মুখে পড়ল দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।

[আরও পড়ুন: সিংহাসন গিয়েছে ইমরানের, এবার পাক ক্রিকেট বোর্ড থেকে সরতে পারেন রামিজ রাজাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার