shono
Advertisement

‘লাগাতার কমছে রামমন্দিরের ভক্তসংখ্যা’, মোদিকে ‘প্রচারমন্ত্রী’ কটাক্ষ শত্রুঘ্নের, পালটা বিজেপি

'শুধুই প্রচার করলে কাজ করবেন কখন?' প্রশ্ন শত্রুঘ্নের।
Posted: 05:36 PM Mar 06, 2024Updated: 05:45 PM Mar 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘প্রচারমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। পাশাপাশি প্রধানমন্ত্রীকে ‘ধনীদের মন্ত্রী’ অভিযোগ করে তাঁর দাবি, রামমন্দির উদ্বোধনে শুধুমাত্র ধনী শিল্পপতি ও বলিউড স্টারদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কোনও গরিব, সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই সঙ্গেই তাঁর খোঁচা, “রামমন্দির (Ram Temple) নিয়ে ঢালাও প্রচারের পরও লাফিয়ে কমছে মন্দিরের ভক্তসংখ্যা।”

Advertisement

২২ জানুয়ারি ‘অসমাপ্ত’ মন্দিরে প্রাণপ্রতিষ্ঠাকে ‘নাটক’ বলে উল্লেখ করে আসানসোলে এক জনসভায় তৃণমূল সাংসদ (TMC MP) শত্রুঘ্ন সিনহা বলেন, “এটা অত্যন্ত দুঃখের বিষয়, রামমন্দির নিয়ে এত প্রচারের পর প্রথম দিন ৫ লক্ষ মানুষ এখানে আসেন। বড় ব্যবসায়ী ও বলিউড শিল্পীদের আমন্ত্রণ করা হলেও সাধারণ মানুষ ব্রাত্য ছিলেন সেখানে। এর পর দ্বিতীয় ও তৃতীয় দিনে মাত্র ৩ লাখ মানুষ মন্দির দর্শনে যান। তার পর ২ লাখ হয়ে, এখন মাত্র ৫ থেকে ১০ হাজার মানুষ সেখানে যাচ্ছেন। অসম্পূর্ণ রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠার জন্য শংকরাচার্যরা সেখানে যাননি।” পাশাপাশি মোদির উদ্দেশে তিনি  বলেন, “আপনি রামমন্দিরের প্রচার চালাতে অনেক নাটক করেছেন। এদিকে দেশের কৃষকরা রাস্তায় বসে আছেন। আসলে আপনি প্রধানমন্ত্রী নন, প্রচারমন্ত্রী। আপনি যদি শুধু প্রচারই করেন তাহলে কাজ করবেন কখন?”

[আরও পড়ুন: সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে শেখ শাহজাহানকে, পুরনো রায় বহাল হাই কোর্টে]

তবে শত্রুঘ্নের মন্তব্যের পালটা জবাব দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। এক্স হ্যান্ডেলে আসানসোলের (Asansol) সাংসদকে ‘মিথ্যাবাদী’ বলে তোপ দেগে মালব্য বলেন, “আসানসোল এমন একজনকে সহ্য করছে যিনি ভগবান রামকে নিয়ে মিথ্যা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাও একজন মিথ্যুক। প্রথম মাসে ৫০ লক্ষের বেশি মানুষ রামমন্দির দর্শনে গিয়েছিলেন তার পর থেকে সংখ্যাটা আরও লাফিয়ে বাড়ছে। সমীক্ষা বলছে, বছরে ৫ কোটির বেশি মানুষ রামমন্দির দর্শন করবেন। যে সংখ্যাটা মক্কা কিংবা ভ্যাটিকানের চেয়েও বেশি। প্রাণপ্রতিষ্ঠার দিনও ধনী, গরিব নির্বিশেষে সমস্ত জাতির মানুষ সেখানে উপস্থিত ছিলেন।” একই সঙ্গে মালব্য যোগ করেন, “ভগবান রামকে নিয়ে এহেন মিথ্যাচার আসানসোলের মানুষ সহ্য করবে না।”

[আরও পড়ুন: নারী দিবসের আগে বাংলায় ‘নারী নির্যাতন’ নিয়ে সরব মোদি, তোপ ‘পরিবারতন্ত্র’ ইস্যুতেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার