shono
Advertisement

চলন্ত ট্রেনে শ্লীলতাহানির চেষ্টা, ক্যারাটের মারে যুবককে ধরাশায়ী করল দৃষ্টিহীন কিশোরী

প্রতিবেদনটি পড়লে গর্ববোধ করবেন৷ The post চলন্ত ট্রেনে শ্লীলতাহানির চেষ্টা, ক্যারাটের মারে যুবককে ধরাশায়ী করল দৃষ্টিহীন কিশোরী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 PM Dec 19, 2018Updated: 09:20 PM Dec 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার সঙ্গে লোকাল ট্রেনে করে বাড়ি ফিরছিল বছর পনেরোর দৃষ্টিহীন নাবালিকা৷ সুযোগ বুঝে তার শ্লীলতাহানির চেষ্টা করে এক যুবক৷ ভয়ে কুঁকড়ে যায়নি মেয়েটি, সঙ্গে সঙ্গে ঘটনার প্রতিবাদ করে সে৷ উপস্থিত বুদ্ধি ও ক্যারাটের কৌশলে অভিযুক্তকে যথাযোগ্য শিক্ষা দিল নাবালিকাটি৷ প্রথমে বেধড়ক পেটাল, তারপর তুলে দিল মুম্বই রেলের জিআরপির হাতে৷

Advertisement

[২২ বছর পর ফের কাশ্মীরে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন]

বুধবার এমনই ঘটনার সাক্ষী থাকলেন মুম্বই থেকে দাদরগামী লোকাল ট্রেনের অন্যান্য যাত্রীরা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিশাল বলিরাম সিং, বয়স ২৪৷ ব্যক্তিগত কাজ সেড়ে এদিন বাবার সঙ্গে বাড়ি ফিরছিলেন প্রতিবাদী ওই নাবালিকা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  মেয়েটির সঙ্গেই মুম্বই থেকে ট্রেনে উঠেছিল অভিযুক্ত বিশাল৷ এবং ট্রেনের কামরায় মেয়েটির পিছনেই দাঁড়িয়েছিল সে৷ এরপর সুযোগ বুঝে ওই নাবালিকার সঙ্গে অভব্যতা করতে শুরু করে৷ অভিযোগ, মেয়েটির দৃষ্টিহীনতার সুযোগ নিয়ে তাঁর শরীরের ব্যক্তিগত স্থানে হাত দেওয়ার চেষ্টা করে বিশাল৷ ঘটনার প্রতিবাদ করে ওই নাবালিকা৷ ক্যারাটের কৌশলে অভিযুক্তকে কুপোকাত করে৷ প্রথমে তার হাত মুড়ে ধরে এবং এরপর পায়ে আঘাত করে৷ হঠাৎ প্রবল আক্রমণে কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের মাটিতে পড়ে আর্তনাদ করতে শুরু করে অভিযুক্ত৷ এরপর ট্রেনের সহযাত্রীদের সাহায্যে তাকে রেল পুলিশের হাতে তুলে দেয় ওই প্রতিবাদী নাবালিকা ও তার বাবা৷

[বায়ুসেনার শক্তিবৃদ্ধিতে মহাকাশে ‘অ্যাংরি বার্ড’ পাঠাল ISRO]

নাবালিকার এই বীরত্বকে কুর্নিশ জানিয়েছেন দাদর রেল পুলিশের অফিসার প্রসাদ পন্ধার৷ তিনি জানান, সমাজের অন্যান্য নারীদেরও এই ভাবেই এগিয়ে আসা উচিত এবং অপরাধের প্রতিবাদ করা উচিত৷ অন্যান্যরা তাঁকে কুর্নিশ জানালেও, এই কাজের জন্য মোটেই কোনও প্রকারের গর্ববোধ করছে না কিশোরী৷ তিনি বলেন, “এই সমস্ত অপরাধীরা সর্বদাই আমাদের টার্গেট করার চেষ্টা করে৷ সেকারণেই স্কুলে আত্মরক্ষার কৌশল শিখেছি আমি৷ স্কুলে আমি ক্যারাটে শিখেছি, যাতে এমন অপরাধীদের উচিত শিক্ষা দিতে পারি৷” পুলিশ সূত্রে খবর, নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে শিশু সুরক্ষা ও পকসো আইনে অভিযোগ দায়ের হয়েছে ধৃতের বিরুদ্ধে৷

The post চলন্ত ট্রেনে শ্লীলতাহানির চেষ্টা, ক্যারাটের মারে যুবককে ধরাশায়ী করল দৃষ্টিহীন কিশোরী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement