সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এক ঘণ্টায় সাড়ে চার লক্ষ ডলার সংগ্রহ করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি বিবেক রামাস্বামী (Vivek Ramaswamy)। মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। প্রথমবার প্রেসিডেনশিয়াল ডিবেটে (Presidential Debate) অংশ নেওয়ার পরেই বিশাল অঙ্কের অনুদান সংগ্রহ করে ফেললেন তিনি। বুধবার এই বিতর্ক হওয়ার পরেই দেখা যায়, বিশাল অর্থ জমা পড়েছে রামাস্বামীর তহবিলে।
বিতর্কে অংশ নেননি তারকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর অনুপস্থিতিতে প্রচারের আলো কেড়ে নেন ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি। বিতর্কের শেষে প্রথামাফিক ফান্ডরেইজিং-এর প্রক্রিয়া শুরু হয়। অনলাইনেই তহবিল গড়ে সেখানে সাহায্য করেন মার্কিন নাগরিকরা। বিতর্কে অংশগ্রহণকারী প্রত্যেকেই আলাদা করে অনুদান সংগ্রহ শুরু করেন। মাত্র এক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর ঝুলিতে বিশাল অর্থ জমা পড়ে।
[আরও পড়ুন: ইডি পাঠানোর ‘রিটার্ন গিফ্ট’, বিজেপিকে ‘জবাব’ দিতে ৭৫ আসনে জেতার হুঙ্কার বাঘেলের]
জানা গিয়েছে, এক ঘণ্টার মধ্যেই সাড়ে চার লক্ষ ডলার জমা পড়ে রামাস্বামীর তহবিলে। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩ কোটি ৭২ লক্ষ টাকা। গড়ে ৩৮ ডলার জমা পড়েছে এই তহবিলে। শুধু তাই নয়, বিতর্কের পরে একটি সমীক্ষাও চালানো হয় মার্কিন ভোটারদের মধ্যে। সেখানেও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছেন রামাস্বামী। দলীয় সতীর্থের একাধিক কটাক্ষের মুখে পড়েও দুরন্ত জবাবে তাঁদের প্রশ্নবাণ ব্যর্থ করে দেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি।
বছরের গোড়ায় যখন রামস্বামী নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন, তখন তিনি মোটেই খুব বিরাট কোনও পরিচিত মুখ ছিলেন না। কিন্তু যত সময় এগিয়েছে, ততই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সামনের সারিতে উঠে এসেছেন তিনি। সম্প্রতি হওয়া এক পোলে দেখা গিয়েছে তিনি রয়েছেন রিপাবলিক প্রার্থীদের মধ্যে দ্বিতীয় স্থানে। শীর্ষস্থানে এখনও রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।