সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী তিন মাসের মধ্যেই ইউক্রেনে বিশাল সংখ্যক আত্মঘাতী হামলার পরিকল্পনা করছেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সাম্প্রতিক একটি রিপোর্টে জানা গিয়েছে, একবছর ধরে টানা যুদ্ধ (Russia-Ukraine War) করে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে রুশ সেনাবাহিনীকে। এহেন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে মরিয়া পুতিন। সামরিক ব্যর্থতা ঢাকতেই এবার সন্ত্রাসবাদীদের ধাঁচে হামলার পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট।
মিরর নামে ইউক্রেনের একটি সংবাদপত্রের দাবি, কম সময়ের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে বলে অনুমান করেছিল রাশিয়া। কিন্তু দুরন্ত প্রত্যাঘাত করে ইউক্রেন। টানা এক বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তীব্র সমালোচনার মুখে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের মতো দেশকে কেন হারাতে পারল না বিশাল রুশ বাহিনী, তা নিয়ে দেশের অন্দরেই সমালোচনার মুখে পড়েছেন পুতিন। সেনার ব্যর্থতা ঢাকতেই এবার নয়া পন্থা নিতে চলেছেন তিনি।
[আরও পড়ুন: ড্রাগ মাফিয়া এস্কোবারের জলহস্তীরা আসছে ভারতে!]
একবছর ধরে ইউক্রেন যুদ্ধ কেমন কাজ করেছে রুশ সেনা, তার পর্যবেক্ষণ করতে গিয়েই উঠে আসে চাঞ্চল্যকর তত্ত্ব। রুশ বিশেষজ্ঞদের একাংশের মতে, পশ্চিমি দেশগুলির সাহায্যে রাশিয়াকে হারিয়ে দিতে পারে ইউক্রেন। প্রতিবেশী দেশের মাটিতে ভুল বোঝাবুঝির কারণে মুখ থুবড়ে পড়তে পারে রুশ সেনাবাহিনী। এই মতামত উঠে আসার পরেই যুদ্ধের কৌশল বদলানোর সিদ্ধান্ত নেন পুতিন।
জানা গিয়েছে, সীমান্ত এলাকায় এখনকার মতোই আক্রমণ চালাবে রুশ সেনা। তার পাশাপাশি আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেওয়া হবে সেনাকে। ইউক্রেনে ঢুকে জনবহুল এলাকায় হামলা চালাবে এই বিশেষ দল। যদিও রাশিয়ার তরফে বারবার বলা হয়েছে, সাধারণ মানুষের উপর আক্রমণ করতে চায় না তারা। কিন্তু এবার তাদের উপরেই হামলার ছক কষছেন পুতিন।