সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন নয় জাপান আক্রমণ করতে চেয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! সস্প্রতি এক রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, এই দাবি নাকি করেছেন খোদ রুশ গাোয়েন্দা সংস্থা ‘এফএসবি’র এক আধিকারিক।
‘দ্য ইউরেশিয়ান টাইমস’-এর এক প্রতিবেদনে রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’-এর (এফএসবি) এক আধিকারিকের কথা বলা হয়েছে। নিজের পরিচয় গোপন রাখলেও ‘উইন্ড অফ চেঞ্জ’ ছদ্মনামে এফএসবি-র বহু গোপন নথি ফাঁস করে দিয়েছেন তিনি। গত মার্চ মাসে রুশ মানবাধিকার কর্মী ভ্লাদিমির ওসেচকিনকে একটি চিঠি লেখেন ওই এজেন্ট। সেখানে দাবি করা হয়েছে, শুরুতে জাপান আক্রমণ করতে চেয়েছিলেন পুতিন। কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদল করে ইউক্রেনে হানা দেয় রুশ বাহিনী। বলে রাখা ভাল, পুতিন প্রশাসনের বিরুদ্ধে সরব হওয়ায় ওসেচকিনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। তাই দুর্নীতি বিরোধী ওয়েবসাইট ‘Gulagu.net’-এর কর্ণধার আপাতত ফ্রান্সে নির্বাসনে রয়েছেন।
[আরও পড়ুন: কী হতে চলেছে শীতের মরশুমে? ফৌজকে ‘প্রস্তুত’ থাকার নির্দেশ জেলেনস্কির]
রুশ এজেন্ট ‘উইন্ড অফ চেঞ্জ’-এর ফাঁস করা নথিতে বলা হয়েছে, পুতিনের ইউক্রেন যুদ্ধ নিয়ে এফএসবি-র অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, ২০২১ সালের আগস্ট মাসে জাপানের হামলার ছক কষছিলেন পুতিন। তবে কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তা নিয়ে মুখ খোলেননি ওই এজেন্ট। উল্লেখ্য, কুরিল দ্বীপসমূপ নিয়ে রাশিয়া (Russia) ও জাপানের মধ্যে বিবাদ রয়েছে। উল্লেখ্য, জাপেনের হোক্কাইদো দ্বীপ ও রাশিয়ার কামাচাতকা উপদ্বীপের মধ্যে অবস্থিত এই কুরিল দ্বীপসমূপ। প্রশান্ত মহাসাগর এবং ওখোতস্ক সাগরকে পৃথক করেছে ওই দ্বীপসমূপ। দ্বীতিয় বিশ্বযুদ্ধে জাপানের কাছ থেকে কুরিল দ্বীপপু়ঞ্জ দখল করে নেয় রাশিয়া। আজও সেগুলি মস্কোর দখলে।
বিশ্লেষকদের মতে, জাপানে (Japan) মজুত রয়েছে হাজার হাজার মার্কিন সেনা। তাই প্রশান্ত মহাসাগরে কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরিল দ্বীপসমূপ নিজের দখলে রাখতে মরিয়া মস্কো। পাশাপাশি, আঞ্চলটির সামরিকীকরণ রুখতে জাপানে হামলা চালাতে চাইছিলেন পুতিন। কিন্তু, আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার আগে ইউক্রেনে ন্যাটো জোট ও ওয়াশিংটনের শক্তিপরীক্ষা করছেন তিনি।