shono
Advertisement

Breaking News

জিওকে টেক্কা দিতে এবার অবিশ্বাস্য অফার ভোডাফোনের

এয়ারটেলের পর এবার তাই অবিশ্বাস্য অফার নিয়ে এল ভোডাফোনও৷ The post জিওকে টেক্কা দিতে এবার অবিশ্বাস্য অফার ভোডাফোনের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:00 PM Mar 03, 2017Updated: 09:30 AM Mar 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিওর ‘ডেটাগিরি’ নিয়ে গোড়া থেকেই অসন্তোষ ছিল বিভিন্ন টেলিকম অপারেটরগুলির মধ্যে৷ বিনামূল্যে জিও’র পরিষেবা শেষ হওয়ার পরই তাই গ্রাহক টানতে কোমর বেঁধে লেগেছে সংস্থাগুলি৷ এয়ারটেলের পর এবার তাই অবিশ্বাস্য অফার নিয়ে এল ভোডাফোনও৷

Advertisement

বিনামূল্যে পরিষেবার পর চালু হয়েছে জিও প্রাইম৷ যেখানে ৩০৩ টাকায় আনলিমিটেড কল ও এসএমএসের সুবিধা পাওয়া যাবে৷ সেইসঙ্গে প্রতিদিন মিলবে ১ জিবি ফোরজিবি ডেটা৷ নয়া অফারে ভোডাফোনের তরফেও ঠিক তাই দেওয়া হচ্ছে ৩৪৬ টাকায়৷ তবে একটি বাড়তি সুবিধাও আছে৷ জিও’র ক্ষেত্রে শুধু প্রাইম সাবস্ক্রাইবাররাই এই অফারের সুবিধা পাবেন৷ কিন্তু ভোডাফোন গ্রাহকদের সেরকম কোনও বাধ্যবাধকতা থাকছে না৷ যে কেউ এই অফার পেতে পারেন৷

জিও’র নন প্রাইম গ্রাহকরা ৩০৩ টাকার প্যাকেজে আনলিমিটেড কলের পাশাপাশি পাবেন মাসে ২.৫ জিবি ফোরজি ডেটা৷ সেক্ষেত্রে একই টাকায় অনেক লাভজনক হচ্ছে ভোডাফোনের অফার৷ এই অফার প্যাক যাঁরা এই মুহূর্তেই চালু করবেন, তাঁদের আরও কিছু বাড়তি সুবিধা দিচ্ছে ভোডাফোন৷ ফলে আপাতভাবে জিও প্রাইমের থেকে ৪৩ টাকা বেশি খরচ হলেও আসলে লাভজনকই হচ্ছে এই অফার৷

OMG! জিওকে টেক্কা দিতে অবিশ্বাস্য ডেটা অফার দিচ্ছে এয়ারটেল

The post জিওকে টেক্কা দিতে এবার অবিশ্বাস্য অফার ভোডাফোনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement